Posts

Showing posts from 2017

উৎসর্গ

Image
শব্দ তখন বিশ্বাসে পায় অর্থ,  অবোধ জ্ঞানের দিক হারা জিজ্ঞাসা৷ ভরসা কেবল বাঁচতে শেখার শর্ত, এক ঠিকানায় পূর্ণ যখন আশা৷ আকাশ ঢেকে ছুট্টে এল মেঘ, সেই তো সবে উঠছি সিঁড়ি, বারো... হৃদয় জুড়ে বিস্ময়, উদ্বেগ, স্মৃতির ক্ষয়ে সুর ভোলে সংসারও৷ দু-এক পায়ে উঠেছি অনেকখানি, প্রলেপ বিহীন ব্যথাও আসে বার বার৷ জানেও না সে, কষ্ট কতখানি, কিশোর বয়স সামলে রাখাই দরকার৷ ভরসা বলতে ফিমার আছে মজবুত, সাহস যোগায়, এগিয়ে চলি আরও৷ অন্ধকারের পথ ছেড়েছে মেঘদূত, আজ ছুটে যায় দুর্জ্ঞেয় পাহাড়ও৷ সঙ্গে মজুত খাবার, শুধু নির্জলা এক তেষ্টা৷ শব্দতে দুই ঈশ্বরকে বাঁচিয়ে রাখার চেষ্টা৷                   ✍ প্রভাত..💌

বদ্যি

Image
হাতের রেখায় চাঁদ ওঠেনা৷ রুক্ষ ভূমি৷ কাজও৷ ইচ্ছে হারা ব্যাধির কাছে ব্যর্থ কবিরাজও৷ পাতার বুকে জল জমে না, রং লাগে না ঠোঁটে, হৃদয়টাকে আগলে রাখি শীতের উলিকটে৷ চিবুক ছোঁয়া আবদার কই? তুই তো আমার বল্.. শান্ত এখন মনের ঢেউও৷ বালিয়াড়ি৷ সমতল৷ বুকের ভেতর গরম বাতাস, জ্বলন্ত দেশলাই, অনল কী আর জল ছিঁটিয়ে সামলে রাখা যায়? ভরছে ধোঁয়া, রুদ্ধ শ্বাসও৷ কাশছি, তবু বাঁচছি না৷ বিধির ওপর কলম চালাই, সে তো আমার সাধ্যি না৷ অশ্রু ফোঁটায় কেই বা নিজের প্রতিচ্ছবি দেখতে চায়? বাঁচবে আবার মারণ ব্যাধি, একটা নতুন বদ্যি চাই৷                       ✍ প্রভাত..💌

বিধান

Image
ঝরলে লালা, গুদামঘরের কাটা ঘায়ে তেল লাগাও, মুক্ত কর অন্ধকারে, অঙ্গ, যদি বাঁচতে চাও৷ মিছরি মুখে আদর জমে, মিথ্যা প্রেমেও বন্ধ চোখ, কুমীর ঘেরা দিঘির মাঝে আবার একটা সন্ধে হোক৷ পাঁকের জলে ডুব দিয়ে যে মানুষ বাঁচার ছন্দ চায়, করুণা থাক কয়েক ফোঁটা৷ দৃষ্টি দুয়ার বন্ধ প্রায়৷ যুগের শেষে তীব্র কুঠার ঘাড় ছুঁতে চায় স্কোপ খুঁজে, কাক কোকিলের রিলেশনে স্টেপ নিতে হয় লোক বুঝে৷ বাঁচার আগেই মারণ ফলা বিঁধবে গলায়, বন্ধ শ্বাস, পাপীর বিধান খন্ড করাও ভগবানের বদ অভ্যাস৷ চলছে ঘড়ি, ঠিক সময়ে ভন্ড গলার কণ্ঠ ছেঁড়, মুখোশধারীর শেষ বিচারে চোখ ধুয়ে যাক ঈশ্বরের৷                             ✍ প্রভাত..🌠

উত্থান

Image
উপহারের মোড়ক ঢেকে মৃত্যু আসে দ্বারে, প্রেমের কেমো ব্যর্থ যখন গোলাপের ক্যানসারে৷ পিষ্ট হওয়া সময় চাকায় দশক যেন যুগ, দু-হাত বাড়ায় কান্না তখন, মৃত্যুও উৎসুক৷ দ্বিধার গিরিপথ পেরিয়ে হৃদয় বলে ভাই... শেষ সীমানার পরেও কী আর একটু বাঁচা যায়? রামধনু ঠিক ভরসা যোগায় বৃষ্টি নামার পরেও, এলিজাবেথ নজির গড়েন ব্যর্থ অভিসারেও৷ হৃদয় ভোলাই ব্যস্ততাতে, কন্ঠ সাজাই গানে, পাতায় পাতায় সূর্য উঠুক জীবনের সন্ধানে৷ মারণ হিমালয় পেরিয়ে বিষাদ ভাসুক স্রোতে, নতুন প্রেমের রাগ বাজিয়ে ধূসর পিয়ানোতে৷                          ✍ প্রভাত..💛

অন্তকাল

Image
আষ্টেপৃষ্ঠে জাপটে ধরা অন্ধকার, আকাঙ্খাদের শেষ বিন্দুর রক্ত চায়৷ একাকিত্বের শিরায় ছোটা ব্যর্থতার গল্পগুলো তোমায় ছুঁতে হাত বাড়ায়৷ পাঁকের ভেতর ঢুকতে ঢুকতে বন্ধ শ্বাস, গভীর তলে সে যেন কোন্ মারণ কূপ৷ মরার আগে স্বপ্ন দেখার বদ অভ্যাস ভগবানের সামনে বসে জ্বালায় ধূপ৷ অবজ্ঞাতে তুচ্ছ করা সময়টা, পেছন ফিরে পাহাড় চূড়ায় দেখতে পাই৷ চতুর্দিকে ঘুরছে শনির বলয়টা, বাঁধন ছিড়ে নতুন করে বাঁচতে চাই৷ একটা খুঁটি পেলেই আবার বাঁচবো ঠিক!! স্তব্ধ ঘড়ি৷ সূর্য হারায় পূর্ব দিক৷                  ✍ প্রভাত..🌅

ধর্ষন ধার্মিক

Image
নগ্ন পূজার দগ্ধ শরীর শান্তির বিছানায়, জমবে ভালই এভাবেই যদি ধর্ষন করা যায়৷ একাধিক বার শিশ্নের ঘায়ে রক্তে ভেসেছে পূজা,  বেঁচে থাক তবু ন্যায়ের দেশে বিধর্মীদের ধ্বজা৷ মৃত্যু যখন নিশ্চিত ওই পেট্রোল ঢালা গা'য়, তৃণের মূলেও মুখ লুকিয়ে ধর্ষক হওয়া যায়৷ সংবাদরা বাজার খোঁজে ভিন রাজ্যের চোখে, বিবেকটাকে বন্ধ রেখে ক্ষমতার সিন্দুকে৷ ধর্ম ভেদিক ক্ষতিপূরণের কষ্ট সাময়িক, বিচার জানান আমার দেশে ধর্ষকই ধার্মিক৷ ছত্রছায়া ধর্ষকময়, হাইকোর্ট দিশাহীন, সেই সমাজে পূজার মৃত্যু হওয়াই সমীচীন৷ ধর্ষন, খুন ছোট হয়ে যায় ধর্ম পোষার খাঁচায়, দেখি আজ সে কোন ভগবান এ রাজনীতি বাঁচায়৷                          ✍ প্রভাত..🌠

বদল

Image
যুগের ওপর যুগের পাহাড় জমছে বিবর্তনে, মৃত্যু যে কত সার্থক, সেটা বদলে যাওয়াই জানে৷ দিশাহীন প্রেম কিচ্ছু জানে না, শুধু ভালবেসে যাওয়া ছাড়া, ধ্বংসের পথ ভারি করে চলে প্রেমহীন বাটখারা৷ পিছোতে পিছোতে ঢুকে যাই রোজ, বন্ধ ঘরের দ্বার, সুনামির ঝড়ে চোখ তুলে দেখি বিষাদ অন্ধকার৷ দ্বীপ নির্জন, সীমাহীন ভয়, একা ছুটে ফেরে মন৷ অন্তর্মুখী টান খুলে দেয় তরণীর বন্ধন৷ মুক্ত তরী ডুবায় যখন মাঝ সাগরের ঢেউ, ঘর কখনোই ছাড়ে না মাটি প্রবল বন্যাতেও৷ প্রেমহীন ধূলো ঢাকছে আকাশ, শেষের অস্তরাগে, কেউ যদি আজ জড়িয়ে ধরে বদলে যাবার আগে!!                         ✍ প্রভাত..🎻

বিভাবরীর শেষে

Image
কয়েক কথায় জীবন খুঁজে পাওয়া, জমছে পাড়ে জলের কিছু ঋণ৷ চাঁদের আশায় মেঘ সরিয়ে যাওয়া, জ্যোৎস্না ধরে রাখাই সমীচীন৷ ইচ্ছেগুলো কর ছাড়া কী তাই? একটা তুমি, অনেক মনের ডাক৷ রাস্তা যখন চলার অপেক্ষায়, আপনি গুলো আপন হয়েই থাক৷ ঠোঁটের কোনায় ঝিলিক দেওয়া রোদ, প্রেম বেঁচে থাক সালোকসংশ্লেষে৷ শান্ত যখন অপেক্ষাদের ক্রোধ, আলোর আভায়, বিভাবরীর শেষে৷                  ✍ প্রভাত..💓

জ্যোৎস্না প্রেমের রাত

Image
জ্যোৎস্না ছটায় আকাশ ভরা রাত, মনের ওপর চাঁদের আলোকপাত৷ কলঙ্কে নেই দৃষ্টিহীনের ভয়, অন্ধ না কী ভালবেসেও হয়!! শান্ত জলে চাঁদের ছায়া রোজ প্রেমিক পাখির স্তব্ধ তখন গান৷ চাঁদের বুকে মৃত্যুও সহজ, জমছে যখন টুকরো অভিমান৷ আজকে রাতে চাঁদের দেখা কই? ক্লান্ত না কী? হয়তো কোথাও ব্যস্ত৷ হোক কোন দিন গল্প সামান্যই, আঙুল ছোঁয়ায় চুলও অবিন্যস্ত৷ স্মৃতির চাদর মোড়া হাজার কথায়, হঠাৎ হবে রাত পেরিয়ে ভোর৷ জড়িয়ে ধরে বেবাক নীরবতায়, ভালবাসায় সেকেন্ডও মন্থর৷               ✍ প্রভাত..💛

এভাবেও ফিরে আসা যায়

ঘরেই যখন ওঠে আর্তনাদ, ছোটবেলাগুলো আর পড়ত না৷ শহরের মেষে ঢোকা, সিগারেট খেতে শেখা, সুরাতেই টেনে গেছে মন৷ বিজ্ঞান নিয়ে পড়া ছেলের দল, বুঝতে পারেনি ওই মফঃস্বল, অকালেই বখে যাওয়া, জীবনের ঠকে যাওয়া, যৌনতা করে সন্ধান৷ কোনমতে পাশ করা, কলেজের হাত ধরা, চাকরির ভিষণ তাড়ায়, পালিয়ে এসেছি আজ যন্ত্রণা ঘর থেকে মানসিক বিভৎসতায়, এভাবেও ফিরে আসা যায়, এভাবেও ফিরে আসা যায়৷                         ✍ প্রভাত.💌

জ্বলন্ত উদ্যান

Image
রোম কাঁপান বিভৎসতা, রক্তমাখা স্নান, প্রেম ছাড়িয়ে ধর্ম যেন জলন্ত উদ্যান৷ ভালোবাসার কবর খুঁড়ি, বর্বরতার রাস্তা ধরি, জলের ওপর রং ঢেলে পাই আমার অবস্থান৷ প্রেম ছাড়িয়ে ধর্ম যেন জলন্ত উদ্যান৷ ঘাসের ওপর কাস্তে রাখি সুযোগ বুঝে, অজ্ঞানতাই ছাপ্পা মারে দু-চোখ বুজে৷ দু-হাত মাঝের দূরত্বকে, কায়দা করে সামলে রেখে, বাঘের নখে সমাজ চিরে হীরক সন্ধান৷ প্রেম ছাড়িয়ে ধর্ম যেন জলন্ত উদ্যান৷ দিগ্বিদিক জ্ঞাণশূন্যের কোপের ওপর কোপ, ধর্ম দিয়ে মানুষ জ্বালাই, এমন আহাম্মক৷ রক্ত! সে ও গোত্র বিহীন, কেতাবি জ্ঞান বিস্ত্রিতিহীন, মানুষ ভেঙে সমাজ চালান জারজ সন্তান৷ প্রেম ছাড়িয়ে ধর্ম! সে এক জলন্ত উদ্যান৷                      ✍ প্রভাত..🌠

এভাবেও ভালোবাসা যায়

Image
লেপ ঢাকা সকালটা আনমনা, আর কিছু না পাবার যন্ত্রণা৷ বালিশ জড়িয়ে ধরে, একটু আদর করে, প্রতিদিনই বেড়ে চলে প্রেম৷ কবিতায় প্রেম লেখা হয় যখন, বৃষ্টির দিনে আজ মন কেমন৷ সকালের গানে গানে, ঠোঁট ছোঁয়া হাসি জানে, ভালোবাসা সে ও লিখছেন৷ বলতে পারিনি তবু হৃদয়ে যা লেখা ছিল, আলগোছে প্রেমের ভাষায়, হয়তো বা ছুঁয়ে যাব গীটারের সুর ধরে নিঃঝুম কোন সন্ধ্যায়, এভাবেও ভালোবাসা যায়, এভাবেও ভালোবাসা যায়৷ তা রা রা রা রা তা রা রা তা রা রা রা রা তা রা রা তা রা রা রা রা তা রা রা রা.... কথায় কথায় বাড়ে রুদ্ধশ্বাস, জানিনা সে ধান না কি কফির চাষ৷ ফোঁটায় ফোঁটায় আজ অনেকটা ভিজে গেছি, আপনি কি কিছু শুনছেন? বিছানায় শুয়ে শুয়ে গান বোনা, সিগারেটে মন দিয়ে বিষ টানা৷ বাইক উড়িয়ে ভীড়ে, শহরের বুক চিরে, মৃত্যুর বুকে হ্যারিকেন৷ তেষ্টাকে বুকে করে, চাতকের সুর ধরে, জল নামে বিষন্নতায়, প্রেমকে সঙ্গী করে, ইচ্ছের হাত ধরে, হেটে যাব ভেজা রাস্তায়, এভাবেও ভালোবাসা যায়, এভাবেও ভালোবাসা যায়৷ তা রা রা রা রা তা রা রা তা রা রা রা রা তা রা রা তা রা রা রা রা তা রা রা রা....                           ✍ প্রভাত..💗🎸

অন্তরা

Image
ভুল সুরে যদি গেয়ে ফেলি গান, ক্ষমা কোরো ভোর-রাতে, মুছে গেছে কিছু শব্দ আমার গানের অন্তরাতে৷ বামনের চাঁদ ধরতে মানা, ঠিক বুঝে গেছি কোন সীমানা৷ আশার প্রদীপ জ্বালবো না আর, শ্রাবণের সন্ধ্যাতে, মুছে গেছে কিছু শব্দ যখন গানের অন্তরাতে৷ মাটির বুকেতে যখন প্রাচীন বিষাদের ডাক শুনি, ইতিহাসে কিছু ফুল ঢেলে দিয়ে আশাদের গান বুনি৷ বাড়ুক দু-কূলে সবরমতি, বয়ে যাক যত চিহ্ন, যতি৷ তবু বেঁচে যাই, গেয়ে যাই গান, ভালবেসে, আস্থাতে, মুছে গেছে কিছু শব্দ যদিও গানের অন্তরাতে৷ খুঁজে ফিরি যত কার্য-কারণ, হৃদয়ের দোলাচলে, যুগে যুগে জমা শ্যাওলার স্তর, পতনের কথা বলে৷ অবুঝের মত চাঁদ ছুঁতে চাই, এক পা গিয়েই থমকে দাঁড়াই৷ ত্রিতালের লয় ভুল করে ফেলি, বাজাই কাহারবাতে, মুছে গেছে কিছু শব্দ আমার গানের অন্তরাতে৷                    ✍ প্রভাত..🌠

আটকে গেছি আপনিতে

Image
ক্যানভাসেরও ইচ্ছে জাগে ভালোবাসার ছাপ নিতে, হৃদয় তোমায় চাইছে, তবু আটকে গেছি আপনিতে৷ ঠিক কী ভাবে করব শুরু, ভাবছি বসে, গড়ের মাঠ৷ হৃদয় জুড়ে নামল হঠাৎ, শুকনো মেঘের বৃষ্টিপাত৷ একটা মোটে হৃদয় বুকে, পারছি না তাই চাপ নিতে, মন খুলে সব বলব ভেবেও, আটকে গেছি আপনিতে৷ দিন প্রতিদিন দু-এক কথা, কথার ওপর কথার ছল, সঙ্গটুকুই চাইছে শুধু একলা ঘোড়ার আস্তাবল৷ হয়তো আছে প্রেমিক তোমার, চাইনা অভিশাপ নিতে, তবুও কেন চাইছি! যখন আটকে গেছি আপনিতে৷ হঠাৎ তোমার মেসেজ পেলে, আনন্দ পাই বেশ খানিক, মুখচোরা এই স্বভাবটাতেই ডুবছে প্রেমের টাইটানিক৷ হয়তো নাবিক যোগ্যতাহীন, নীল সোহাগের ঘ্রাণ নিতে, শব্দে লিখি প্রেম, তবু ঠিক আটকে গেছি আপনিতে৷                         ✍ প্রভাত..💗

মুখোশ

Image
অভিনয়েই মেকআপ লাগে,          খুললে মুখোশ আর এক রূপ৷ ভ্রমর বসেই ফুল-পরাগে,           প্রেমের টানে? কী বিদ্রুপ! কুন্ড ছাইও, শেষ বিচারে গন্য হয় পরিত্যাগে৷ মন জোনাকির স্তব্ধ আলো, চাঁদের অহঙ্কার দেখে৷ মিথ্যে শ্রুতি নাটক যত,                ভুল করে ফেলি গান ভেবে, রঙচঙে কিছু পাথর দেখে                  ভুল করি ভগবান ভেবে৷ নিঃশ্বাসগুলো ছোট হতে হতে                   নিঃশেষ হবে শেষকালে, ঘাটতি পড়ে মলম ক্ষতে,                   শিরায় যখন বিষ ঢালে৷ অতীত মনে রাখবে ঠিকই, বিষের জ্বালা, ক্ষতের দাম৷ প্রস্তরলিপি লিখবে যেদিন ইতিহাসের আর এক নাম৷ তবুও পাঁকে ডুব দিয়ে যাই,                          বৃথাই পূণ্যস্নান ভেবে, রঙচঙে কিছু পাথর দেখে                  ভুল করি ভগবান ভেবে৷                  ✍ প্রভাত..🌠

আমার মত নয়

Image
সেই নদী, যে খরস্রোতা, রিক্ত মনের প্রেম, বিধাতা, যদিও তাকে অল্প জানি, অল্পই পরিচয়, সে যেন ঠিক আমার মতই কিছু,                      তবুও যেন আমার মত নয়৷ নদীর স্রোতের শক্তি প্রবল, বইছে বুকে  সে  বিন্ধ্যাচল, তবুও তাকে ছুঁতে চাওয়ার স্পর্ধা কেন হয়! সে যেন ঠিক আমার মতই কিছু,                      তবুও যেন আমার মত নয়৷ কী আনন্দ নদীর গানে!! হিল্লোল ওঠা হৃদয় জানে, যোগ্য মাঝি নইতো আমি, ডুবতে লাগে ভয়, সে যেন ঠিক আমার মতই কিছু,                      তবুও যেন আমার মত নয়৷ গড়বে সে এক নিশ্চিত ইতিহাস, যার হৃদয়ে সরস্বতীর বাস, দূর থেকে ঠিক দেখব তাকে, অনুরাগে নিশ্চয়, সে যেন ঠিক আমার মতই কিছু,                      তবুও যেন আমার মত নয়৷                    ✍ প্রভাত..💕

বর্বরতার ইতিহাস

Image
নাম লেখা হয় যুগান্তরের পথে, ফলক ছুঁতে গড়ে তুলি বিশ্বাস৷ স্পর্শ দিয়ে মলম লাগাই ক্ষতে, বুক চিরে ঠিক লিখে যাব ইতিহাস৷ এক একটা দিন চেনা চেনা লাগে খুব, চেনা দিন, না কি চেনা কোন যন্ত্রণা? মুখোশ পরেই গঙ্গার জলে ডুব, ডুবে ডুবে শিশু কান্নার সুর শোনা৷ কিছু গোঙানিও পড়ে আছে টয়লেটে, দেবের আসনে নোনা লাগে, বাড়ে ক্ষয়৷ রক্তেরও কিছু দাগ লেগে আছে গেটে, বর্বরতায় সম্প্রীতি লেখা হয়৷ পৃষ্ঠ থাকলে, থাকবে পোষক৷ জানা৷ সংবাদে শুধু মাধ্যম ধরা হয়৷ ধোঁয়াশায় রাতে ঢেকে যাবে যন্ত্রণা, বিষ গাছেদের বেড়ে তোলে বরাভয়৷ সমাজের বুকে লেখা হবে ইতিহাস, জানুক আগামী, স্কুলও ধর্ষকময়৷ জ্ঞানের ঘরেও ঢুকে পড়ে সন্ত্রাস, অর্থে যে দেশে শিক্ষক কেনা হয়৷                  ✍ প্রভাত..🌠

সান্ধ্য স্মৃতির ঋণ

Image
অফিস ফেরা ক্লান্ত বিকেল, ভীড় জমা সন্ধ্যায়, একমুঠো প্রেম ঋণ পেয়েছি বাসের জানালায়৷ কাটছে সেকেন্ড, হাতের পাশেই শান্ত দীঘির জল, সত্যি হওয়া মূহুর্তদের চুপ কথা সম্বল৷ বুকের গীটার তুলছে হঠাৎ অপেক্ষিত সুর, তবুও গাছের জ্যোৎস্না ছোঁয়ার রাস্তাটা বন্ধুর৷ বুঝছি, তবু মানছি কী ঠিক? বুকেও ধড়াস বেশ, আড়চোখে ফের দেখছি পাশেই, এ কোন মহাদেশ? বাতাস ছোঁয়ায় উড়ছে পাতা, ঘুম জড়ানো চোখ, হয়তো আবার আসবে ফিরে মন হারানোর শোক৷ অল্প ছোঁয়ায় হৃদয় যেন ধ্বসের মত ক্ষয়, স্মৃতির পাতায় লিখব প্রেমের বর্ধিত অব্যয়৷                       ✍  প্রভাত..💖

ছদ্মবেশী 💖

Image
এক লাইকেই হৃদয় খুশি, আমার লেখাও ছদ্মবেশী, জামার তলায় বুকের পেশি ঐ পাখিটার সুর চেনে৷ বরফ গলা উষ্ণতাতে, টুকরো প্রেমের আশকারাতে, আকাশ ঢেকে এক ছাতাতে, কে যেন রোজ গান বোনে৷ একটু চেনা, ঝাপসা কিছু, শুকনো পাতার গোলাপ শিশু, ঢেউয়ের মতই প্রেম পিপাসু, জ্যোৎস্না ছুঁতে হাত বাড়ায়৷ গভীর রাতের নীলচে ক্লীশে, ফোঁটায় ফোঁটায় স্বপ্ন মিশে, ভালবাসার কোল বালিশে, ঘুড়ির মতই বাঁচতে চায়৷ আমার মাঝে একটা তুমি, টিউলিপ ঘেরা স্বর্গভূমি, শান্ত প্রদীপ, ঝড়-সুনামি, ফলক ছোঁয়ার বিশ্বাসে.. বরফ পায়ে এগিয়ে চলা, টুকরো রোদের স্নিগ্ধ জ্বালা, আদর মাখা শব্দমালা ছড়িয়ে দেব নিঃশ্বাসে৷                    ✍ প্রভাত..💟

বিদেহীর ডাক

Image
মুখের ঝরনা হতে  বিদেহীর ছাপ মারা নাম ঝরে, আছড়ে পড়ে অবিরত সন্ধানী শিকারীর বিষাক্ত শরের মত৷ বারুদেরা জমা হয় বিবেক কোঠরে, ফুলকিরা ছোঁড়ে কিছু ঘৃণা, দাউদাউ স্বরে জ্বলে ওঠে আব্দুল - আমিনা৷ রা নেই বিদেহীর,  সে বেটা তো মজে আছে হূঁরে৷ চালিত রোবটের ভীড় শুধু মারে আর মরে৷ জমে গেছে শ্যাওলার স্তর ধীরে ধীরে, দশক - শতাব্দী ঘিরে৷ বড্ড পিছল, কাতারে কাতারে  পিছলে পড়ে রোবটের ছানা৷ বন্দুকের নল জানে কোন পথে কার আনাগোনা৷ একটাই গাছ ছিল কাল, শেকড়েরা ভাগ হয়ে গেছে৷ গভীরে আরও গভীরে করেছে বিষের খোঁজ, টিউমার ক্যানসার হয়ে নিজেকেই শেষ করে রোজ৷ বিদেহীর ক্ষমতা প্রবল? ফিল্টার দাও একখানা৷  রোজ যাতে ছাঁকা হবে বিষ,  অপারগ? তাইতো ছুঁড়েছি ব্ল্যাকহোলে মন্ত্র - হাফিজ৷                     ✍ প্রভাত..🌠

ঐশীর ডাক

Image
প্রেম না কি বয়সের নয়! সাগরেও প্রেম বাঁচে, জানো! বেশি জলে জলছবি ক্ষয়৷ রং দেওয়া হয়নি এখনো৷ ছন্দেও লিখে রাখি কিছু, সুযোগে বুঝিয়ে দিই মাঝে, আমার হিসেব মাথাপিছু, মাপকাঠি অসম, সমাজে৷ মন চুপ, শুধু ভালবাসে৷ নেই কথা, জবাব - সওয়াল৷ মুখে বলা আমার কি সাজে? পথ চলি সমান্তরাল৷ নিঃশ্বাসে শূন্যতা ঝরে, তৃষ্ণারা বাঁচে জল হীন, কাঠ ফাটা দ্বিতীয় প্রহরে শূন্যতা পেতে চায় ঋণ৷ স্বপ্নের বাঁধান ছবিতে অচেতন প্রেম শুয়ে থাকে, ঘুম ঠিক ভাঙবে খুশিতে, কোন এক ঐশীর ডাকে৷                         ✍ প্রভাত..💛

বুর্জোয়া

Image
অন্ধকারে মিলিয়ে যাবে ছায়া, গর্জনে কাল থমকে যাবে কান্না৷ ভিখ পেতে পেতে বেড়ে ওঠে বেহায়া, ধূর্ত শেয়াল নদীর কাছে যায়না৷ অগ্রজদের লাথির জোরও শক্ত, বুকের পাটায় দাগ লেগেছে আগেই৷ মীরজাফরেরা হয়না অনুতপ্ত, গীতার পাতায় শান্তি লেখা ত্যাগেই৷ সরিসৃপকে খুঁজতে লাগে গর্ত, বাঘের গন্ধে ঠিক চেনা যায় গুহা৷ রাজার ওপর বর্তায় না শর্ত, নিরাপত্তার স্থান খোঁজে বুর্জোয়া৷               ✍ প্রভাত..🌠

বিশ্বাসঘাত

Image
আবেগের কালো মেঘে ঢাকা চিত্তের নয়তো কঠিন অলিন্দে সিঁধ কাটা৷ চরিত্র এক যত দুর্বৃত্তের, পায়ের বালি খসিয়ে নেবে ভাটা৷ কয়েক প্রকার রক্তেই থাকে দোষ, ধূর্ত পোষ্য প্রভুর মাংস চায়৷ অতি লালসায় জেগে ওঠে আক্রোশ, ঝোপ বুঝে ঠিক কোপ মারে সন্ধ্যায়৷ মেঘের প্রেমেই বান আসে দুই কূলে, পাড় ভেঙে ওঠে নিদারুণ যন্ত্রণা৷ বিশ্বাস যদি নিঃশ্বাসে বিষ ঢালে, ভালবেসে কেউ অনাথ পুষবে না৷                ✍ প্রভাত..🌠

ফেরিওয়ালার খোঁজে

Image
প্রভাতি গানের ফেরিওয়ালা, লুকায়ে আছ কোথা? গানের আশায় গুনিছে সেকেন্ড কয়েক শত শ্রোতা৷ অন্তরে যার মুক্তো গাঁথা, সাগর সম নীল, লেখার জাদু জাগায় মনে হর্ষ অনাবিল৷ মহিষাসুর খুঁজিয়া যায় ইতিহাসের ভিত, অজ্ঞানতার ধোঁয়াশা ঘুচায়ে ফিরাও সম্বিত৷ ইচ্ছে ডানায় ভর করে সে হারায়ে গেল কোথা? হয়তো তাকে রাখিছে বাঁধিয়া জীবনের ব্যস্ততা৷ সকাল হতেই, ডাকিছে সকল পাঠক জনস্রোত, আসুন আবার সবার মাঝে, গল্প কিছু হোক৷                     ✍ প্রভাত..🌠

পেঙ্গুইনের খোঁজে

Image
এই কপালের ভাঁজের মাঝে লেখা আছে নামটি কার? আজ অবধি পাইনি দেখা, দোষ কি তবে ব্যস্ততার? ছুটির দিনে সন্ধে বেলা তারা দেখার ফুরসতে, একটা ছোঁয়া হাতড়ে বেড়াই মন খারাপের জোছনাতে৷ রাস্তা জুড়ে কতই দেখি প্রেম চলেছে হাত ধরে, ভাবছি কবে আমার জাহাজ ঠেকবে সঠিক বন্দরে৷ গোষ্ঠ গোপাল গান ধরেছে, পাশের কোন ফ্ল্যাট থেকে, ছাদেও যে এক হৃদয় আছে, তার খবর আর রাখছে কে? কাব্য যখন মানুষ টানে, হঠাৎ দেখি লাভ সাইন, নিজের মনেই ভালবাসার খুঁজতে বেরোই পেঙ্গুইন৷                          ✍ প্রভাত..🌠

গন্তব্য

Image
গন্তব্য শরীর চেনে বৈধতা হীন ক্রীড়াঙ্গন, অবৈধতা ইঁট পেতেছে, ছাদের আশায় দিন যাপন৷ গর্ত দেখেই বিষধরের বংশ চেনা যায়, লেশ হীন এক কৃতজ্ঞতার, চূড়ান্ত পর্যায়৷ ধার করা সব মুক্তো মণি, আগলে রেখে ফোঁস, স্পষ্ট চোখে আয়না দেখে ঢিল ছোঁড়ে আক্রোশ৷ এ অভিশাপ খন্ডাবে কে? ভবিষ্যতও দীন, কাঁটায় কাঁটায় লোভীর মৃত্যু হওয়াই সমীচীন৷ সীতার বনবাসেও আছে রামের কিছু দায়, কৈকেয়ী হীন রামায়ণ এক অপূর্ণ অধ্যায়৷ কিছু ক্ষতও জমিয়ে রাখে তাচ্ছিল্যের সিকি, নতুন কোন রামায়ণ ঠিক লিখছেন বাল্মীকি৷                        ✍ প্রভাত..🌠

প্রেমহর্ষ

Image
ফোঁটায় ফোঁটায় পাতা দুটির শরীর ছোঁয়া যায়, পাখির ঠোঁটেও প্রেম উড়েছে মেঘের সীমানায়৷ বাতাস কণাও বইছে হাজার ভায়োলিনের সুর, মেঘ প্রেমিকার স্পর্ষ পেতে ব্যস্ত সমুদ্দুর৷ ভালোবাসার ছাপ চলে যায় বকের পায়ে পায়ে, কিছু আদর পূর্নতা পাক আবদারি অন্যায়ে৷ ঝলসে ওঠা ঝড়ের মাঝে মরুভূমির উঁট, প্রেমের দিশায় ঠিক ফিরে যায় বিহঙ্গ দলছুট৷ ক্লান্ত বিকেল সোহাগ মোহে আনন্দিত হয়, বুলেট বিদ্ধ চাতক চোখে হর্ষিত অব্যয়৷                    ✍    প্রভাত .. 💕

উষ্ণতা

Image
ফুটপাথ ভেজে, আমগাছ ভেজে, ভেজে বারে বারে মন, মেঘলা সকাল, হেমন্ত কাল, রাই ঠোঁটে চুম্বন৷ আনকোরা বুক, দিশাহীন, চুপ, উষ্ণতা মেপে চলে৷ ঠান্ডা বাতাসে, শরীরী সুবাসে, নিঃশ্বাস কথা বলে৷ আঙুলের ফাঁকে, আঙুলেরা থাকে, ভাগ করে যন্ত্রণা, জানালার কাঁচে, ওই দূরে গাছে, কোকিলের সুর শোনা৷ কিছু কথা ছিল, সে ও বলেছিল, চলো বাঁধি সংসার, স্মৃতিগুলো ভারি, তুমিও তোমারি, আমি তো নই আমার৷ ফ্ল্যাটঘরে একা, বাঁচতে শেখা, কারো নেই অনুতাপ, কাব্য মলম, সঙ্গে কলম, উষ্ন কফির কাপ৷                          ✍ প্রভাত..🌠

কবির লিখন

Image
কবি তোমার স্বপ্ন চোখে কলম লেখে মনের ভাষা৷ ঠিক, শব্দ গেঁথে যাও মিটিয়ে প্রেম পিপাসার জ্যান্ত নবদ্বীপ৷ অনন্তকাল বৃন্দাবনের রাধার ভাষা চাঁদের গায়ে৷ আরও, পড়বে ওরাও পুড়বে যে জন, ঠোকর খাওয়া প্রণয়ের আবদারও৷ কবি তোমার অস্ত্র কলম ভবিষ্যতের ঝলসে ওঠা রোদ, কাঁচা ঘায়ে ঘা দিয়ে ফের জাগিয়ে তোলা আগুন জলস্রোত৷ শব্দ, তোরা আধমরাদের হৃদ মশালে ফুলকি ঢেলে যা, শিখিয়ে যাবে জগতটাকে কবির কলম বিস্ত্রিত স্পর্ধা৷ কবি তোমার শক্তি প্রবল নিথর মনে প্রাণ ঢেলে যাও বেশ, শূন্য থেকে আবার শুরু, ইনফিনিটির মাথায় লেখ শেষ৷ হাজার আলোকবর্ষ পরেও রাখবে কলম মিসাইলের জোর, ব্ল্যাক হোলেরও বুক থেকে ঠিক আনবে কেড়ে নতুন প্রাণের ভোর৷                          ✍ প্রভাত..🌠

স্কন্ধভার

Image
কবি, চারটি লাইন লিখে দিও ভালবাসার৷ দূরে, ওই সন্ধ্যা তারার গায়ে৷ অনন্তকাল, প্রেম পিয়াসী গাইবে ধীর লয়ে৷ কবি, তুমি প্রেম শিখিয়ে যেও৷ কবি, চারটে লাইন লিখতে হবে বিদ্রোহের৷ ধেয়ে আসা ওই ধুমকেতুর গায়ে৷ আমরণ, উঠবে নিনাদ, দুর্নীতির শেষ পর্যায়ে৷ কবি, তুমি কন্ঠ দিও শবে৷ কবি, চারটে লাইন লেখ তুমি আশার৷ নিভতে থাকা জোনাকিরা উঠুক জ্বলে৷ একদিন, কৃষ্ণ গহ্বর শেষে, নীহারিকার কোলে৷ কবি, তুমি ডিঙিয়ে দিও মরুভূমি৷                      ✍ প্রভাত..🌠

বিষ্ঠা

Image
প্রতিবাদের হাত কাটা যায়, বাংলা রাণীর রাজ্যতে৷ পঙ্গু আমার রাজ্যবাসী, ছাপ্পা মারেন চোখ বুজে৷ এঁটো খাবার প্রবনতায়, জয় রাণীমা সুর ধরি, আমরা যখন বিষ্ঠাটাকে গোবর ভেবে ভুল করি৷ ডেঙ্গি মৃতের সার্টিফিকেট, অজানা জ্বর উল্লেখে, রাণীর আদেশ সত্য ঢাকে, দিন লেখা হয় সন্ধেকে৷ ষোলআনার মৃতের পাহাড়, রিপোর্ট তো নেই চারআনাও, কবি যখন মুখোশ ছেঁড়েন, রাজদ্রোহির গন্ধ পাও? ডাক্তারে আজ কলম তোলেন, আয়না দেখান ভন্ডামির, বাংলা জুড়ে ঝড় উঠেছে, হাজারো জয় গোস্বামীর৷ সাসপেন্ডের রক্ত চোখে, আর কত কাল রাজত্ব? পশ্চাতে ঠিক মারবে লাথি, মানুষ যখন উদ্ধত৷                           ✍ প্রভাত..🌠

সাধ ভাঙা

Image
কড়িকাঠের কোটর দিয়ে উড়ছে সাধের মন পাখি, ভালবাসার নীরেট জালে আটকে রাখা যায়না কি? স্বপ্নগুলো বালিশ চাপা, আমার সাধের প্রেম নিখোঁজ, গভীর রাতের ভরসা শুধু এলজোলামের ঘুমের ডোজ৷ নিঃশ্বাসের ওই গরম হাওয়া ভুলিয়ে রাখি ব্যস্ততায়, মিথ্যে কিছু চেষ্টা করা, শাকের তলে মাছ ঢাকায়৷ অফিস ফেরা ক্লান্ত বিকেল বাসের সিটে প্রেম দেখে, দুষ্টু হাতের টান ছুঁয়ে যায় ফর্সা পিঠের চুম্বকে৷ ভাগ্যটাকে দুষতে থাকে দাঁত চাপা কঠিন চিবুক, আদর খাবার অনুভূতি, ইচ্ছে করে মাখতে খুব৷ প্রেমিকটাকে দমিয়ে রাখে, আশায় জমা আধলা ইঁট, ব্যথায় ভাঙা মন জোড়েনা নতুন কোন ডেনন্ড্রাইট৷                           ✍ প্রভাত..🌠

প্রেম চাই, প্রেম

Image
প্রেম চাই, প্রেম.. এক দুর্ভেদ্য অন্ধকারের কোটরে বন্ধক রাখা বিবেক প্রেম খোঁজে, ও পাড়ার জয়া, রিয়া, সোমলতার গতরে৷ প্রেম আসে চোখ থেকে, কয়েক হাজার নার্ভের বার্তা পায় পিটুইটারি৷ ক্ষরণের শুরু৷ ক্ষরতে ক্ষরতে কখন যেন মনুষ্যত্ব ক্ষয়ে যায়!! শিকার খোঁজে শিকারী৷ রাতে খসা তারা দেখা মতিদের ভ্রম,  কল্পনার ছবি, তারাদের সঙ্গম৷  নগ্নতা জমা করে অবচেতন৷ চিঠি যায় চেতনায়, চকচকে ফয়েল জড়ান নগ্নতার৷ লকলকে জিভে লাগা ধূর্ততা চেয়ে নেয় প্রেম৷ শুধু একটা নির্বোধ প্রত্যাক্ষান এসিড তুলে দেয় বিবেকের হাতে৷ কখনো শিশ্নে৷ পুড়ে যায়, গলে যায় খাদ্যনালী৷ বিদ্ধস্ত ত্রিভূজের যন্ত্রনার হাহাকার জানতে চায়... প্রেম চাই? প্রেম?                        ✍ প্রভাত..🌠

অনুরোধ

Image
ইঁটের ওপর আদরের ইঁট, মাথার ওপর সদ্য কংক্রিট, চৌকাঠে সাজিয়েছি প্রেমের পাথর৷ হঠাৎ ধেয়ে আসা আনকোরা ঝড়, দোহাই তোমায়, ভেঙোনা, ভেঙোনা আমার সাধের স্নেহের ঘর৷ জীবনের ঝরা কিছু বালি, স্বপ্নে দেখে চাঁদ একফালি, আশার মাটি লেপে গুনেছি প্রহর৷ স্বার্থের থাবা কিছু মারছে আঁচড়, দোহাই তোমায়, ভেঙোনা, ভেঙোনা আমার সাধের স্নেহের ঘর৷ সদ্য মুকুলে ভরা গাছে, পরিযায়ী পাখি আসে, বাঁচে৷ সুফিয়ানা সুর তোলে পাখিদের স্বর৷ ধূর্তের চালে করে আপনকে পর, দোহাই তোমায়, ভেঙোনা, ভেঙোনা আমার সাধের স্নেহের ঘর৷                      ✍ প্রভাত..🌠

ওরা প্রেম করে

Image
শতেক শতাব্দী শেষে, বিস্তির্ণ প্রান্তরে, ওরা প্রেম করে৷ ভোরের স্নিগ্ধ বাতাসে, শত কর্মের অবকাশে, মৃত ইঁট - কাঠের শহরে, ওরা প্রেম করে৷ আদম বা ইভ হতে সুভদ্রা দ্বাপরে, ওরা প্রেম করে৷ গেরামের সকালের হাটে, পৌষের শেষ ধানে, মাঠে, রোদ ঢলা দ্বিতীয় প্রহরে, ওরা প্রেম করে৷ গ্রীষ্মের পুকুরের ঘাটে, উঠোন পেরোন চৌকাঠে, আলপনা আঁকা কুঁড়ে ঘরে, ওরা প্রেম করে৷ বিকেলের পাতা ঝরা বৈশেখী ঝড়ে, ওরা প্রেম করে৷ শাল জঙ্গল পারে নদী, পা ডুবিয়ে মেপে নিয়ে গতি, নির্জনে ওরা স্নান করে৷ ওরা প্রেম করে৷ সাগরের ঝুরো বালি, খুনসুটি ধরে, ওরা প্রেম করে৷ বনভোজনের কোন শীতে, মিঠে রোদে, পাহাড়ি ঢিপিতে, দুটি হাতে উষ্ণতা ধরে, ওরা প্রেম করে৷ ট্রেকিং এর বুটের বরফে, কাঞ্চনজঙ্ঘার স্তুপে, পাড়ি দেওয়া অচেনা সফরে, ওরা প্রেম করে৷ পেলিং এর সবুজ পাহাড়ে, পাইনের তলে চুপিসাড়ে, গাল ছোঁয়া মেঘের আদরে, ওরা প্রেম করে৷ আধজমা ঝর্নার কাঁপ ধরা জলে, ওরা প্রেম করে৷ চন্ডাশোকের রাজপথে, ধৌলির বয়ে চলা ক্ষতে, পাপ ধোয়া দয়ার শিয়রে, ওরা প্রেম করে৷ স্নানঘরে স্টিমবাথে, রাতে ভেজা ফুটপাথে, চাঁদ মাখা গঙ্গার ধারে, ওরা প্রেম করে৷ লাল ঝরা হায়