বেশ্যা গর্ভজাত

মা, তুই কেমন আছিস?
আমার শরীরে প্রবেশ করা কামবিষে, 
জরায়ুতে ভ্রুণ হয়ে বেড়ে ওঠা মা, 
তুই কেমন আছিস?

মা, তুই জন্মাস না বেশ্যা কোঠায়,
বুক ফুঁটলেই নাম পাবি বারবণিতা৷
জানিনা রে মা কোন সামাজিক প্রথায়
মুখোশ পরে সমাজ করে ভনিতা৷

সমাজচ্যুত নোংরা পাঁকে জন্ম নেওয়াই বৃথা,
বিছানায় শুতে ডাকবে তোকেই তোর অজ্ঞাত পিতা৷

যদি এমনটা হত,
থেকে যেতিস আজীবন আমারই ভেতর,
সামাজিকতার লজ্জায় হেঁট হত না মাথা৷
জানতিস না রোজ রাতে তোর মায়ের গতর
সহ্য করে কয়েক লক্ষ বিষের ব্যথা৷
সত্যিই যদি এমন কিছু হত,
বলত না কেউ আঙুল তুলে বেশ্যা গর্ভজাত৷
                     ✍ প্রভাত...🌠

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট