দাঙ্গা

ধর্ম আঁচে পুড়ছে পাড়া, মানুষ জ্বলে ছাই,
কূটনীতিতে কাটছে মাথা, ভোট ছাড়া কী চাই?

ধর্ম গুলো ঠুনকো যত, ঠিক ধরেছে ঘুণ,
গঙ্গা কেটে দাঙ্গা লাগাও, করবে মানুষ খুন৷

কয়লা হৃদয় ধর্ম জ্বালে, ভেক দেখে সরকার,
ধিকধিক করা আঁচটা আছেই, পেট্রোল দরকার৷

এর পরেই তো গল্প শুরু, গরু শুওরের মাংস,
ছুরির ধারে উড়বে টুপি, টিকির বাড়ি ধ্বংস৷

প্রশাসনে দেখছে মজা করছে অবজ্ঞা,
হে ভগবান এই পাপীদের শাস্তি দিয়ে যা৷

বারুদ হাতে সন্তান, আজ জ্বলছে আমার মা,
দাঙ্গার নাম ধর্ম হলে, আমি ধর্ম মানি না৷
                    ✍ প্রভাত...🌠

Comments

Post a Comment

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য