নরক থেকে পালিয়ে

এ তোমার কেমন বিচার ধর্মাবতার?
ধর্মান্ধতা করছে বিনাশ মানবতার৷
ইহুদী এক মেয়ে, বয়স? তেরো কী চোদ্দ,
পৃথিবীর বাহ্যিক রূপ সে দেখেছিল সদ্য৷

বন্দুকধারী কিছু মানুষের হঠাৎ আক্রমণ,
পরিবারের মৃত্যু, তার বিপন্ন জীবন৷
ছোট্ট কুঁড়ি বন্ধ ঘরে, সৌদি যৌনদাসী,
বিভৎস তার জীবনী শুনে স্তব্ধ বিশ্ববাসী৷
তারই মত শতেক নারী "আইসিস" ধর্ষিত,
কই কোন দেশ মোমবাতি হাতে রাস্তায় নামেনি তো৷
কয়েকটা মাস ভোগ করে ফের যোনির অপারেশন,
ভার্জিনিটি বিক্রিত হয়, আবার চলে ধর্ষন৷
যন্ত্রণা চায় স্বেচ্ছামৃত্যু মানব ভবিষ্যতের,
চামড়া ওঠা দাগগুলো আজ সাক্ষি হাজার ক্ষতের৷

নরক পালান গল্পেরা শুধু স্বাক্ষাৎকারে বন্দী,
প্রভাত খবর পড়ে আমি গরম চায়ে মন দিই৷
বিশ্ববাসী ভাবছে এ তো আমার ঘরের না,
সত্যিই কি সুরক্ষিত নিজের ঘরেই মা?
তুমিও সেদিন কোথায় যাবে নরক থেকে পালিয়ে?
বাঁচবে যদি সন্ত্রাসবাদ বীজগুলো দাও জ্বালিয়ে৷
                      ✍ প্রভাত...🌠

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য