চোরাবালি

দামোদরের পাড় ধরে আজ হাঁটছে আবেগ,
মেঘ জমেছে হঠাৎ কেমন মনের কোণায়৷
বিষণ্ণতা গ্রাস করেছে ডজনখানেক,
তুমি ছাড়াই আবার একটা রাত্রি ঘনায়৷

চাঁদটা ওঠে আজও আমার টালির ছাদে,
জ্যোৎস্নার আলো হন্যে হয়ে খুঁজছে তোমায়৷
শূন্যতা আজ দুষছে আমায় অপবাদে,
ডুবছে জীবন চোরাবালির দুর্ঘটনায়৷

বাঁচার আশায় স্মৃতির ভেলা আঁকড়ে ধরি,
মাঝি হয়ে ফের আমায় যদি বাঁচিয়ে তোল,
দুজন মিলে গড়ব আবার প্রেমের তরী,
তোমার চোখেই দেখব দূরের স্বপ্নগুলো॥
                      ✍ প্রভাত...🌠

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য