Posts

Showing posts from August, 2018

যাপন ও নৈশ-গ্রহণ

১) গ্রহণ অসহ্য অনুভূতি,  ভোরের বাতাসে ঘন ধোঁয়া৷ আবার কখনো আলো ক্ষীণ হয়ে এলে বাসযোগ্য অন্য কোন গ্রহ খুঁজে নেব৷ ২) পরিষ্কার থালা, স্বচ্ছ ভাত..  এটুকুই সাধারণ চাওয়া৷ মাড়টুকু উপরি পাওনা৷ কাঁকরে এলার্জি যত, ঘৃণা সহ থুথু ছুঁড়ে ফেলি৷ ৩) আজন্ম শান্তির ঘুম পেতে  কিছু রাত জেগে নিতে হয়, আবহাওয়া বুঝে হাত শীতে তাপ মেপেছে নিশ্চই৷                  ✍ প্রভাত ঘোষ.⚡

তৃষ্ণা

পাঁকের দীঘিতে ডুব৷ অচেনা হরিণ ডাকে এসো কাছে আরও কাছে৷ সে যে অভিশপ্ত ছায়া সে খেয়াল নেই৷ নেশায় ঈশ্বর-ও ডোবে৷ মায়াবিনী রাত... সঙ্গমের তৃষ্ণা শেষে ছুঁড়ে ফেলে লাশ৷ অপেক্ষা নতুন আবহের৷                              তৃষ্ণার বিনাশ নেই৷ অতৃপ্ত আত্মারা বার্তা পাঠায় বিরহে৷                  ✍ প্রভাত ঘোষ.⚡

কুয়াশা

আবার ঘড়ির কাছে নতজানু, বসে আছি এবার সে যদি বলে ঠিক-এর ঠিকানা৷ কেতাবে কেন যে লেখা থাকেনা নসিব! বার বার সূত্রে ভূল, মেলেনা অঙ্কের শেষ৷ জিলিপির প্যাঁচ,                      যেন                          কুয়াশা বিশেষ৷ এ রথ সারথী হীন৷                          লক্ষ্যভ্রষ্ট অপটু গাণ্ডিব৷ কী জানি কীসের লোভে সুতো ধরে টান... মৃত্যু থেকে চ্যুত হবে ঘুম,               অথবা আবার ফেরা যতিচিহ্নে৷                      ✍ প্রভাত ঘোষ.⚡

যতিচিহ্ন

প্রতিটি রাস্তায় যতিচিহ্ন৷  শেষের কবিতা মানে শেষ কে বলেছে? জিজ্ঞাসা চিহ্নের খুব স্বভাব খারাপ, গর্তে সাপ সে খুজবেই৷ বারবার নতুন গন্ধ চায়৷ কী ঝক্কি..         কী ঝক্কি..              নিজেকেই বুঝতে বুঝতে                             দুশ্চিন্তার কাশি৷               সিঁড়ির লোভ,  সাপের ভয়ে বাঁচি৷ নিজের গোড়ায় কোন মাটি তা জানিনা... আর তুমি বলছ ভালবাসাবাসি!!               ✍ প্রভাত ঘোষ.⚡

বকেয়া

ধূসরের-ও স্বাদ নিতে হয়, রঙিন সময় বড় কম৷ পেছনে লাগাম নেই কোন, রুমালে আত্মসংযম৷ মাধুকরী কাক নয়, বিষাদীয় কোকিলের ডাক-এ রপ্ত করি৷ লাঠি ধরে পারাপার অক্ষম বৃদ্ধাকে৷ চা-এর ভাঁড়ে            অবজ্ঞাটুকু                     শুষে নিয়ে ডাস্টবিনগামী৷ ঘড়ির সফর শেষে                      সবাইতো ট্রেন থেকে নামি৷ জানালার পাশে বসে মাঝে মাঝে সিনেমা রিপিট৷ গল্পের অন্তরা জানে ঝিম ধরা হেলানের সিট৷ একে একে খালি হয় ভিড় বগি, ট্রেনের বাঙ্কার... ভাগ হতে হতে অবশেষে থাকে একা সংখ্যা৷ ফাঁকায় ঝিঁঝিঁর ডাক কেউ শোনে৷ ভাবি কান্না মুঠো করে বসে, যার বিষাদ-ই মানসকন্যা৷ শেষ সিকি বকেয়ার, খরচ-ও নিঃসার খাতে৷ হয়তো বিষাদে নয় সে'ও বাঁচে অন্য কোন স্বাদে৷                      ✍ প্রভাত ঘোষ.⚡

পরম্পরা

কিছুটা ধোঁয়ার মত, দূরত্বে ঘনত্ব কমে আসে পুরান সুগন্ধি ফেলে নতু্নের সস্তা সহবাসে... অভিকর্ষ ছাড়িয়ে ধাঁ...          পিছুটান আলো তো মানে না৷ ধাক্কা খেলে বিচ্ছুরণ মনের স্বভাব৷                           পরম্পরা ছেড়ে ফ্যাসিবাদ৷ বাতাসের ঠিকানা অজানা৷                সে তার পথের কারখানা৷ মহাকর্ষ পারে যদি কক্ষপথে ব্রক্ষ্ম বেঁধে নিতে...                       ✍ প্রভাত ঘোষ.⚡

মলাট

তখন        মধ্যরাত্রি প্রায়৷ কথায়       ঘুম ভাঙানির ডাক৷ পাথর       দুর্গে বিপর্যয়, বুকের       বন্ধ হচ্ছে ফাঁক৷ হাওয়ায়      ভীষণ রকম জোর, পাহাড়        ওড়ার এখন দিন৷ খাতায়        অঙ্ক কী কষছো!! সোহাগ       আলমারি বন্দি৷ রঙের          বিচার করাই ঠিক৷ মতের          অল্প সমন্বয়৷ চয়েস          একান্ত ঐচ্ছিক৷ হাসির          বিনম্র প্রত্যয়৷ বইয়ের         পাতার মতই মন৷ হাতেই          আস্ত উপন্যাস৷ মলাট           খুলছে আরণ্যক আমায়         ফেরাচ্ছে সন্ন্যাস৷ সাজাই         উষ্ণ স্বয়ম্বর? পরাই           চন্দ্রমাতে টিপ? মেঘের         শেকল ভাঙার পর আমায়         নিঃস্ব করবে কী?            ✍ প্রভাত ঘোষ.⚡

গন্তব্য

দু-খানা ব্রক্ষ্মান্ড, রাতে নক্ষত্র জড়িয়ে শীতঘুম৷ সময়ের তালগাছে ভাদ্র তখনো মেশেনি৷ অগত্যা সম্ভাব্য দেশে গন্তব্যের ঝান্ডা পুঁতে ফেলি৷ রেটিনা পলক ভুলে গেলে ব্ল্যাকহোলে ইগো-ও প্রচুর৷ দেখছি..           ভাবছি..                     কিন্তু কিছুই বলছি না৷            আর একটা উল্কা খসা রাতে       তার খোঁজ অজান্তেই৷ নিঃশব্দ বিপ্লব বারে বারে আঙুলের চাপে ডুবুরির সন্ধান চালায়, কোরালের গন্তব্যেই৷                       ✍ প্রভাত ঘোষ.⚡

সিগন্যাল

আমার        ঘাসের ডগায় ভুল হঠাৎ           বাষ্পে জমে ছাই৷ ট্রেন-ও        দৌড়োতে মশগুল লাইন          নামতা ভুলে যায়৷ পাশেই         তপ্ত গ্রানাইট, হলুদ           সমস্ত সিগন্যাল৷ লবন           মাপের দেওয়াই ঠিক রাডার         বে-চাল হলেই ব্যাস.... সময়            হিসেব করে না বাতাস          চলছে না কী স্থির৷ যখন            দগ্ধ নিজের পা মজার          গান ধরে বস্তি৷ নতুন             বাল্বে ফিলামেন্ট হঠাৎ             ফিউজ হলেই কেস... হোঁচট           ধোয়না ডিটার্জেন্ট৷ তোমায়         দাঁড় করাবে কে?             ✍ প্রভাত ঘোষ.⚡

পরিযায়ী

জীর্ণ ছাদ,         খাট, কপাট৷           প্রথম স্নান,                      ভেতর ঘরে দৌড়৷ অন্ধকারে            উষ্ণ গায়ে                নরম পায়ে                       শুঁকতে এল কেউ৷ যে বেল পাতা       মিলন প্রথা            শিব মাথায়                          ঢালছে বহু দিন৷ অচেনা মুখে         সদ্য বুকে            কোন অসুখে                           চাটে কুইনাইন! মরু তৃষ্ণা,       স্রোতে বিছনা,        ঠোঁটে, কোণায়                        অল্প লেগে সুখ৷ ঘাসের ডগে        বিন্দু লাগে             দিনের আগে৷                        আন্দোলিত বুক৷ নতুন খাট         ওদের মাঠ৷            ঘোড়ার নাল                      ঘষছে, জ্বলছে পা৷ বাতাস হীন        রোদের দিন             বিচারাধীন৷                          পূর্ণ শবও না৷ বহুগামীতে        অগাধ ক্ষিধে           মিটছে ফ্রী তে                         পরকিয়ার ব্রত৷ যার অধরে          উল্কা ঝরে..           থাকছে ঘরে                         পরিযায়ীর মত৷ জীর্ণ ছাদ,        খাট, কপাট,               ধ্বংস হাট                         বন্ধ্যা মরু

বেদ-বিভেদ

যে যা বলছে খিল্লি করছে তুমিও তাতেই বাওবা দাও৷ গন্ড মূর্খ ভীষন দুঃখ মরার আগেই পাল্টে যাও৷ চব্য চোষ্য ঘরেই গিলছ মজায় পরছ জামদানি৷ মরুক কত্তা বাজাও তক্তা আমিও কী আর কম জানি? আদমি সাচ্চা? শুয়োর বাচ্চা গেটের ভেতর ঢুকছে কে? জারজ জন্ম নারদ কম্ম সুচ ঢোকাচ্ছ তলপেটে? নিসনা পাঙ্গা উঠবে ডান্ডা আমিও আরেক গ্রন্থকীট৷ পালিয়ে যাচ্ছ যেই না দেখছ গেটের ভেতর দগ্ধ ইঁট৷ বাঁচাও রাষ্ট্র যুপের কাষ্ঠ নিজের ঘরেই শিক্ষা নেই৷ মন্ত্র পড়ছ মানত করছ আঙুল তুলছ ঋগ্বেদেই!!!                         ✍ প্রভাত ঘোষ.⚡

ফাঁক

শুয়ো থেকে প্রজাপতি মাঝে এক অখাত মহড়া৷ ইওহিপ্পাস থেকে বিবর্তন৷ জুতো নিয়মিত ঘষে সোনা, অথবা পুঁজের ঘড়া৷ হাঁটা পথে চরিত্র স্থাপন৷ পান্থ বহুকাল ঘরছাড়া, অথবা ঘরের কোণে বিশ্বায়ন গিলছে প্রতিদিন৷ আলমারিতে বন্ধ জামা, জং ধরেছে সুতোর কঙ্কালে৷ তার ডাকও শুনিনা ইদানিং৷ ষোল ইঞ্চি স্ক্রিনের ওপারে, এলিয়েন খুঁজি হেরিকেনে৷ অভাগা সময় নেভে প্রায়... প্রতিটি ইঁটের মাঝে ফাঁক, সিমেন্ট লাগাই যতদিনে সে ফাঁকে মূহুর্ত গলে যায়৷                        ✍ প্রভাত ঘোষ.⚡

ভীষ্মশয্যা

পিপীলিকা আক্রমণ৷ আচমকা নিশঃব্দে, অন্দরমহলে৷ মধুর ভান্ডারে, শয়ে শয়ে৷ ফাটকে লাথি, অনুপ্রবেশ৷ বলবে এসো,               ধ্বংস করো                                যা কিছু সখের? পা মাড়িয়ে মেরে ফেল যদি                                    গুনবে দোষী?  কাঠগড়ায় ধর্মাবতার কে?          শেকড়ে যে অ্যাসিড ঢেলেছে? ঘুমিয়ে থেকো ভীষ্মশয্যায়,                              বিলুপ্তির পিল-এ৷                     ✍ প্রভাত ঘোষ.⚡

Supposed to come

The day promised to come With a healing fragrance of her  to break the grief. A fickle wait retreat with handkerchief. Fate... fate... take me to her land. In a darken night drops I have seen of our lonely bedstand. Under the ocean a withering storm. She was s upposed to come..  She was supposed to come...                   ✍ Prabhat Ghosh.⚡

প্রণামী

সমাধি, শোকের বৃষ্টি, পৃষ্ঠা খুলে ভিজেছি আমিও৷ যেন ঠিক কান্না নয় ব্যর্থতার বিধান, বাষ্পীয়৷ যে শ্রাবণে শুকিয়েছে যুগ... স্থগিত প্রতিক্ষা, চোখে অন্ধকার প্রগাঢ় কুহক৷ প্রতিটি আলোর শেষে লেখা থাকে না পাওয়ার শোক৷ সে কুহকে দাঁড়িয়ে ভিক্ষুক৷ মুখড়ায় ব্যাল্কনি হাঁটা, বালিশে অন্তরা প্রিয়, ঘুম... ফিরে গেছে আকাশের পাখি ঘরে জ্বালিয়ে উনুন৷ ভেতরের স্রোতে গলা চুপ৷ দেবভূমি পথে আজও লালমাটি শুঁকে নিতে যাই৷ যে তারে বেঁধেছ চিরকাল, তার বুকে রুমাল শুকাই৷ খনির ব্যথায় পোড়ে ধূপ৷ খননের রত্নে সাজা দেহ বলে কাফেরের জমি৷ মার্জনার দানছত্রে ঢেলে গেছ বিভেদ করনি৷ কুড়িয়ে রেখেছি গুরুঋণ৷ ঠিকানা বিহীন যে মিনারে লেখা আছে বিধাতার নাম৷ শ্রাবণের শেষ ফোঁটা দেখে সে সড়ক ছুঁতে নামলাম৷ ঝরে গেছে বাইশের দিন৷ সময়ের অন্তরায়... যে দেখা হওয়ার কথা ছিল... ঈশ্বর প্রণামী দেওয়া অপেক্ষায় বাকি রয়ে গেল৷                         ✍ প্রভাত ঘোষ.⚡

নিশীথের ঘ্রাণ

ঘুমের সমাধি, নিবীড়তা৷ নিশাচর ফোন৷ শুধু গভীরতাহীন৷ বরুফে বাতাসে চোখ বুজে টেনে নেওয়া ঘ্রাণ জানে প্রাপ্তি এটুকুই৷ বসন্তের মাদকতা নেই, তবু.. সুরভি লুকানো  এক কোণে৷ ফোঁটা ফোঁটা ঘি পড়েছে কুণ্ডের আগুনে৷ এখন আগুনও বেশ চেটে চেটে খাই৷                   ✍ প্রভাত ঘোষ.⚡

ধ্বস

বিশ্বাসে জিজ্ঞাসা... ধ্বস৷ যেহেতু রোষের, প্রতিশোধ৷ নদীচরে        পাহাড়               স্থাপন৷                       দু-দিকে প্রবাহ ভাসে... কেন্দ্রবিন্দু শুকানো শ্মশান৷ চকচকে ফাঁদে শান্তির মৃত্যু৷ ধূসর গোধূলী৷ ক্ষণিক চাতুর্যে প্রাপ্তি স্বল্প৷ বিনাশে বয়স৷ শেকড়ের টান শেষ হলে                     কঙ্কাল দাঁড়িয়ে থাকে শুধু৷ যেহেতু-তে ক্রোধ৷ ক্রোধের যেহেতু৷                  ✍ প্রভাত ঘোষ.⚡

এসো ব্রুশ

যতই মাড়িয়ে চলি বেহায়া বিছুতি চটির তলানি বেয়ে চোখের কোণায়৷ জ্বালা নয় প্রতিটি চুলকানি, শ্বাসকষ্ট পুরান ধূলায়৷ মন্দির ঘন্টায়, অভিষেকে জোঁকের চাটন৷ ব্রুশের মাকড়শা ক্লান্ত৷ বৃষ্টি৷ অনটন৷ ক্লেদের নরক, থুতু জমান তলপেটে অবাধ্য মৃত্যুকে ক্লোন করেছি ফুরসতে৷ রবার্ট... রবার্ট...            ফিরে এসো ঐ গুহায়৷ দু-ফোঁটা রোদের যদি ফের দেখা পাই....                      ✍ প্রভাত ঘোষ.⚡