নারীত্ব

রাতের আঁধারে নেশার ঘোরে যৌনতাকে সঙ্গী করে,
ধনী ছেলের সঙ্গ ধরে অবৈবাহিক বাসর ঘরে,
চলল নারী, খুলল শাড়ী,
উড়ল টাকা কাড়ি কাড়ি৷
নামেই পতিতা বদনাম, আজ এ সব নারীই পন্য৷
পুরুষ মাঝে এসব নারীই "মাল" রূপে হয় গণ্য৷

উচ্ছৃঙ্খল জীবনযাপন, জরায়ু মাঝে ভ্রূণের স্থাপন৷
দিকে দিকে তাই লজ্জা ঢাকার গর্ভপাতের ব্যাপ্তি এখন৷
মৃত অনাগত, ফের অবিরত
লুটায় শরীর অনবরত৷
মৃতপ্রায় অাজ মানবিকতা, মানসিকতা বন্য,
করছে নারী আপন হাতেই নারীত্বকে ক্ষুন্ন৷
                       ✍ প্রভাত...

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য