সঙ্গী ( লিমেরিক কবিতা )

প্রাণের সখা ছাতার কাছে হার মেনেছে রোদ্দুর৷
জীবন পথের সঙ্গী হয়ে যা না যাবি কদ্দুর৷

তোর হৃদয়ের স্বপ্ন বাঁচে,
মেঘ ঢাকা ওই তারার মাঝে৷

ভালবাসাকে সঙ্গী করে দে পাড়ি সমুদ্দুর৷

                    ✍ প্রভাত...

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য