রাজকন্যে

ডাক্তারকে প্রশ্ন করার ইচ্ছে জাগে,
কোন ওষুধে জুড়বে আবার ভগ্ন হৃদয়৷
কষ্ট যাতে না হয় কারোর পরিত্যাগে,
করবে মানুষ ভালো থাকার ঠিক অভিনয়৷

বিঁধবেনা আর কষ্ট কাঁটা প্রতিক্ষণে,
ভুলবে হৃদয় তোমার আমার আদর খেলা৷
কাঁদবেনা চোখ একলা বসে ঘরের কোণে,
ভুলবে হৃদয় পার্কে চুমু সন্ধেবেলা৷

ও ডাক্তার চোখের জলের বাঁধ বেঁধে দাও,
ফোঁটায় ফোঁটায় জমতে থাকুক হৃদয় মাঝে৷
নয়তো আবার ওষুধ দিয়ে স্বপ্ন দেখাও,
সুখ খুঁজে দাও অন্য কোন বুকের ভাঁজে৷

গভীর কোন অরণ্যতে ঝরনা হতে,
স্বপ্নপরী ছড়িয়ে দিতো একমুঠো প্রেম৷
প্রজাপতি বসতো মনের গভীর ক্ষতে,
যদি এমন স্বপ্নের রাজকন্যে পেতেম৷
                        ✍ প্রভাত...

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য