চেতনা

#চেতনা#

নিঃশ্বাস বন্ধ করা গরম বাতাস এবার উড়বেই,
সমাজের বুকে জমা কালো মেঘ বৃষ্টি হয়ে ঝরবেই৷
শুধু চাতালে নয়, দরজা - জানালা দিয়ে প্রবেশিবে আলো,
নবীন ররবীন্দ্রনাথ সকলে চেতনার দীপ জ্বালো৷

           ✍ প্রভাত...

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য