Posts

Showing posts from March, 2017

প্রকৃতির কোলে নববর্ষ

Image
সকল বিষাদ উড়ায়ে দিতে আসিল বোশেখি ঝড়, নতুনের ছোঁয়া মাখিল গায়েতে সকল গ্রাম শহর৷ প্রকৃতি রাঙিল রঙিন ছোঁয়ায় শিমূল পলাশ ফুলে, আমগাছে ফোঁটা সদ্য মূকুল উঠিছে বাতাসে দুলে৷ কয়েক কণার বৃষ্টিধারায় মাটির সোঁদা গন্ধ, দূর গাঁয়ে বাজে ধামসা মাদল আহা! কী আনন্দ৷ গঙ্গার তীরে স্নিগ্ধ বাতাস, সাদা মেঘে ঢাকা শুভ্র আকাশ৷ গোধূলি বেলার কালবোশেখী, একা বাতায়নে বৃষ্টি দেখি৷ সকাল সন্ধে আপন ছন্দে কোকিলের কূহু ডাক, চৈত্র শেষে নববর্ষ লহ তুমি বৈশাখ৷                        — প্রভাত....

শেষ কুয়াশা

Image
ভালবাসার মর্ম তুমি বুঝবে যেদিন, স্মৃতির পাতা উল্টে আমায় খুঁজবে সেদিন৷ প্রেমের সুর আর হৃদমাঝারে বাজছেনা যে, লুটাচ্ছে প্রেম অল্প কাপড় বুকের ভাঁজে৷ তোমার কথার ধরন এবার দিচ্ছে জানান, তোমার পাশে আমি নাকি খুব বেমানান৷ ভালবাসার সত্যি কথায় মিথ্যে লাগে, প্রতারনার জৌলুষতায় হৃদয় জাগে৷ দরকার কি লোক দেখান মিথ্যে হাঁসি, ভালবাসা পঁচছে মনে হচ্ছে বাসি৷ বুঝবে যেদিন অনেক দূরে হারিয়ে যাব, স্মৃতির ক্যানভাসে এসে খুব কাঁদাব৷ হৃদয় মাঝে আঁধার যেদিন আসবে নেমে, শিরায় শিরায় রক্ত বহা যাবেই থেমে৷ তোমার চোখের কাজল যেদিন লেপ্টে যাবে, ঝাপসা চোখের জলে আমায় দেখতে পাবে৷ ভালবাসি বলবে যেদিন মনের ভাষায়, দেখতে পাবে ভোরের আলো শেষ কুয়াশায়৷                                 — প্রভাত.....

বৈশেখী প্রেম

Image
স্নিগ্ধ শীতল গঙ্গার জল পাড়ে বসে দুটি মন, নব বরষের প্রারম্ভেতে হইল আপনজন৷ হল ফের দেখা দীঘি ধারে একা উড়িতেছে কেশ বাতাসে, ফুলের গন্ধে পাতার ছন্দে বৈশেখী প্রেমে ভাসাতে৷ আমগাছ তলে প্রেমিকার কোলে খেয়ালে দুখানি মন, কলেজের মাঠ প্রশস্ত ললাট বৈশেখী চুম্বন৷ আকাশে আঁধার পথে বিশ্রামাগার নির্জনে বসে ওরা, দূরে পড়ে বাজ ছাড়ি সব লাজ ভয়েতে জড়ায়ে ধরা৷ সন্ধে সকালে বকুলের ডালে কোকিলের কুহু ডাক, আজ জনে জনে হৃদয়ের কোনে প্রেম লহ বৈশাখ৷                         — প্রভাত...

সন্ত্রাস

Image
তসলিমা তুমি ফের এসো বাংলায়, ভরিয়াছে যেথা শত গর্দভ মূর্খ, মানব ধর্ম মিশিয়া গিয়াছে ধূলায়, বোঝেনি বাংলা বিশ্ব নারীর দুঃখ৷ তুলে ধর যদি বিশ্বের ইতিহাস, কারা ধর্ষন করিছে লক্ষ নারী? বিশ্বে কাহারা আনিয়াছে সন্ত্রাস? ইহুদী নারীর কারা আজ ব্যাপারী? সিরিয়াতে কারা কাটিল "ফলির" মাথা, জানে কি সেসব বুদ্ধিজীবির দল? পারে কি বুঝিতে ধর্ষিতার ব্যাথা, সন্তান হারা মায়ের চোখের জল৷ World Heritage করিছে যাহারা ধ্বংস, আঁধার গহরে খুঁজে দেখ পাবে শুন্যি, বুদ্ধিজীবি বলনা এ কার বংশ? পরহিংসার ধর্মে জ্বলিবে বহ্নি৷ দাঁড়ি দেখলেই বিশ্ববাসীর ভয়, সন্ত্রাসবাদে কেন উঠে আসে নাম? বিবর্তনের দায় কি তোমার নয়? কালাম স্যারকে বিশ্ব করে সেলাম৷ বাংলা মাটিতে হাজার প্রবেশকারি, শিক্ষা বলিতে যারা বোঝে শুধু ধর্ম, করে সন্ত্রাস তারা নিজ দেশ ছাড়ি, টুপিতে জরুরী নব চেতনার বর্ম৷ শয়তানের উল্লাসে উঠিবে কোলাহল, জ্বলিবে তোমার জন্মভূমির লাশ, যদি না ফোঁটে শান্তির শতদল, যদি না সমূলে নাশ কর সন্ত্রাস৷                        — প্রভাত....

ভন্ড কবি

Image
মোল্লা যেদিন বলল এসে কাট মন্ত্রীর মাথা, টুপি পরা ওই কলমে কি তোর লাগেনি সেদিন ব্যাথা ? জনসমক্ষে গঙ্গার ধারে পুড়ল ভাইয়ের লাশ, চিতার ধোঁয়ায় হয়েছিল কালো ধূলাগড়ের আকাশ৷ বলেছিল ওই তাপস যেদিন রেপ কর ঘরে ঘরে, ধূলা কি সেদিন উড়েছে আকাশে তোর কলমের ঝড়ে ? রানাঘাটে এসে ধর্ষিত হল একাত্তরের বৃদ্ধা, তখন কোথায় ছিল বাংলার  ভন্ড কবি বোদ্ধা ? আমিনুর এসে কামদুনিতে করল যেদিন ধর্ষন, তখন কোথায় ছিল রে কবি তোর কলমের দর্শন ?                  — প্রভাত....

বাংলার সূর্যোদয়

Image
দেখ্ রে দূরে আসছে উড়ে আকাশ করে কালো, ঝড়ের শেষে বাংলায় ফের উঠবে রবির আলো৷ সাগরের পারে বিদেশেও ওঠে কত উলুদ্ধনি রব, কন্ঠ ছাড়িয়া জয়জয়কার করিতেছে দেশে সব৷ জ্বলিতেছে দেশে রাস্তায় কত কোটি কোটি কালোটাকা, দূরবীন হতে দূর্নীতি আজ কোথা নাহি যায় দেখা৷ লাগায়েছে রঙ যেথায় মানুষ ধ্বজায় ধ্বজায় গেরুয়া, উন্নতি সেথা চুমিছে শিখর দেখ উত্তরে চাহিয়া৷ অসম অরুণাচল হতে দক্ষিন পানে গোয়া, দেশদ্রোহি সব ছুটিতেছে আজ বহে শান্তির হাওয়া৷ পুষে বাংলায় সন্ত্রাসবাদী ভোটে জেতা যায় যদি, গঙ্গার সাথে বহিবে অদূরে রক্তবাহি নদী৷ জাগ্রত হও বাংলাবাসি জয় কর সন্ত্রাস, চেতনার আলো লহ বাংলায় হোক শান্তির বাস৷                         — প্রভাত...

জমবে ভালবাসা

Image
হয়তো Bus এ কিংবা Trum এ, সন্ধেবেলার Traffic Jam এ, যেদিন তোমার হৃদয় শুধু আমার কথা বলবে, তোমার আমার ভালবাসা জমবে সেদিন জমবে৷ North South এর দূরত্বেরা যেদিন অাবার কমবে, তোমার আমার ভালবাসা জমবে সেদিন জমবে৷ হয়তো দীঘায় সাগর পারে, একলা বসে জলের ধারে, ভালবাসায় বিভোর হয়ে আমার কথা ভাববে, নিষ্পলকে অঝোর ধারায় নয়ন সেদিন কাঁদবে৷ সাগর সেদিন আকাশকে ফের ভালবাসি বলবে, তোমার আমার ভালবাসা জমবে আবার জমবে৷ পানের পাতা সরিয়ে যেদিন আমার পানে চাইবে, সখি তোমায় ভালবাসি হৃদয় আমার গাইবে৷ জড়িয়ে ধরে মধ্যরাতে, এক বিছানায় দুইজনাতে, পাশে শুয়ে আমায় ছুয়ে ভালবাসি বলবে৷ দুই শরীরের দূরত্বটা অনেকখানি কমবে, তোমার আমার ভালবাসা জমবে সেদিন জমবে৷                               — প্রভাত...

কল্পনায় তুমি

Image
আজ খুব কাছে পেলাম তোমায়, সশরীরে নয়, মনের কল্পনায়৷ সবার সাথে খুব মজা হল, দিনের শেষে হৃদয় ভরে গেল৷ গাছের তলায় বেঞ্চে বসে তোমায়, হৃদয়ের কথা বলেছি কল্পনায়৷ সবুজে ঘেরা নীল Swiming Pool এ কেটেছি সাঁতার তোমার সাথে জলে৷ যদিও ছিলাম সেখানে আমি একাই, তোমায় ছুঁয়েছি মনের কল্পনায়৷ রাজকিয় সেই Lunch Buffet Hall, খেতে খেতে দেখা সেই ফোয়ারার জল৷ তখনো তোমায় Table এর পাশে বসে, জড়িয়ে ধরেছি হৃদয়ের ভাবাবেশে৷ বিকেল বেলা Boating করার ফাঁকে, শুনি দূরে ওই কোকিল গাছেতে ডাকে৷ তোমায় নিয়ে চলেযাই মাঝজলে, জড়িয়ে ধরি বসিয়ে তোমায় কোলে৷ মুহুর্তগুলো চাইছি আবার পেতে, থাকব যেদিন তুমি আমি একসাথে৷ ইচ্ছেগুলো করব সত্যি সব, শুনব দুজনে কোকিলের কুহু রব৷                         — প্রভাত...

নেশায় ভালোবাসা

Image
বহুদিন কোন নেশা করিনি, একটু নেশা করতে ইচ্ছে করছে৷ কল্পনাতে বুকে টানিনি, একটু কাছে টানতে ইচ্ছে করছে৷ গাঁজার নেশায় তোমায় ভেবে বহুদিন চোখে জল আসেনি৷ তোমায় ভেবে রাত্রি জেগে কোলের বালিশ বুকে মেশেনি৷ কে তুমি আজও পারিনি জানতে, মনে তবু এক স্পষ্ট অবয়ব৷ ভালোবেসে যদি কাছে টানতে উজাড় করে দিতাম আমি সব৷ কাল তোমার সাথেই জলের ধারে, দুইজনাতে নেশার ঘোরে, মনে মনে ফের করব আদর নন্দিনী৷ জিজ্ঞাসিব কখন হবে আমার জীবন সঙ্গীনি৷                         — প্রভাত...

প্রেমের আবীর

Image
সাদাকালো দিনগুলো ফের একটু রঙিন হোক, রঙের অজুহাতে তোমায় আলতো ছোঁয়ার ঝোঁক৷ ঠোঁটের কোনের মিষ্টি হাঁসি, চাইছে কাছে আবার আসি৷ গাল দুখানি আবীর মাখা লাল হলুদে মিশে, তোমার ছোঁয়ায় ভরল হৃদয় অহঙ্কারের বিষে৷ প্রথম দেখার মুহুর্তরা, তোমার চোখে প্রেমের ধারা৷ হৃদয় মাঝের ইচ্ছেগুলো, চাইছে আমায় জড়িয়ে ধর৷ সন্ধেবেলা সেদিন একা, ভীড়ের মাঝে হঠাৎ দেখা৷ নরম ছোঁয়ায় হৃদয় মাঝে করলে বজ্রপাত, আলতো ছুঁলে যেদিন গালে আবীর রাঙা হাত৷                    —প্রভাত...

ইচ্ছে হয়

Image
বৃষ্টি হয়ে তোমার গায়ে ঝরতে আবার ইচ্ছে হয়, তোমার ফুলের বৃন্ত মাঝে হারিয়ে যেতে ইচ্ছে হয়৷ বৃষ্টি রাতের বিরিয়ানি, অমোঘ প্রেমের সে হাতছানি, প্রেমে হৃদয় ভাসিয়ে দিতে আবার আমার ইচ্ছে হয়৷ ঘুম চোখে ফের ভালবাসি বলতে তোমায় ইচ্ছে হয়৷ মাতাল করা তোমার চোখে, হৃদস্পন্দন বাড়ছে বুকে, তোমার চোখে স্বপ্ন হয়ে আসতে আবার ইচ্ছে হয়৷ রাত্রে তোমায় জড়িয়ে আদর করতে আমার ইচ্ছে হয়৷ চাঁদনি রাতে একলা ছাদে, এক কাপ চায়ে দুইজনাতে, তোমার ঠোঁটের আলতো পরশ চাইতে আবার ইচ্ছে হয়৷ চাঁদ তারাদের স্বাক্ষী রেখে করতে Promise ইচ্ছে হয়৷ তোমার ভেজা চুলের গন্ধ মাখতে গায়ে ইচ্ছে হয়, বৃষ্টি রাতে তোমার সাথে ভিজতে আবার ইচ্ছে হয়৷ নদীর ধারে তোমার সাথে, আলতো ছোঁয়া নরম হাতে, ধীর পায়েতে দুইজনাতে চলতে আবার ইচ্ছে হয়, তোমার মুখে ভালবাসি শুনতে আবার ইচ্ছে হয়৷                        — প্রভাত...

ভ্রান্ত ভালবাসা

Image
ভুল মানুষে রাখিসনা মন প্রেমের অনুভব, দেখবি হঠাৎ গুঁড়িয়ে যাবে স্বপ্নগুলো সব৷ দেখিসনা আর স্বপ্নগুলো ঘুম জড়ানো চোখে, হঠাৎ যেদিন ভাঙবে হৃদয় লাগবে আঘাত বুকে৷ বিষন্নতার কালো ছায়া পড়বে যেদিন মুখে, গভীর রাতে জল চিকচিক্ করবে সেদিন চোখে৷ কাটবে রাতের মুহুর্তরা বছর সমান, স্মৃতির পাতায় খুঁজবে হৃদয় হাজার অভিমান৷ দে জ্বালিয়ে ভালবাসা কাঁদবেনা আর মন, অঙ্ক কষে মানুষ এবার করিস নির্বাচন৷                               — প্রভাত...

ভালবাসি বলব না

Image
হয়তো আমার ইচ্ছেগুলো তোমার জন্য থাকবে না, হয়তো এ মন তোমায় ভেবে প্রেমের গান আর গাইবে না৷ যেদিন তোমায় চেয়েছিলাম অবহেলায় হারিয়েছো, তোমায় নিয়ে স্বপ্নগুলো নিজের পায়েই মাড়িয়েছো৷ এই মন আর তোমায় নিয়ে স্বপ্ন কভু দেখবে না, সাগর পাড়ের স্বপ্নগুলো তোমায় নিয়ে থাকবে না৷ উজাড় করা ভালোবাসার অবহেলার লজ্জাতে, বিষাদ কালো বিষ ঢুকেছে অস্থিতে আর মজ্জাতে৷ নীলাভ সব রক্তকণা শরীর জুড়ে ছড়িয়েছে, গরল সম রক্ত হৃদয় বিষন্নতায় ভরিয়েছে৷ দার্জিলিংয়ে বরফ হাতে তোমার সাথে খেলব না, হৃদয় মাঝের ইচ্ছেগুলো তোমার কাছে বলব না৷ অন্ধকারে হাঁটব একাই তোমার সাথে চলব না, হৃদয় হাজার কাঁদবে তবু ভালবাসি বলব না৷                        — প্রভাত...

শূন্য বাগিচা

Image
হৃদয় হতে চাহিয়াছি যারে হয়তো সে মোরে চাহে না, বাগিচাটি মোর সাজান তবু  কোকিল কুহু গাহে না৷ কহিয়াছি তোরে বহুবার ওরে কতো তোরে ভালবাসি, তবু তো আসনি ভাল তো বাসনি মোর বাগিচায় আসি৷ লাগিছে ক্লান্ত পরিশ্রান্ত কহিতে মনের কথা, বুঝতিস যদি আঁখি বহে নদী গাহে যন্ত্রনা গাথা৷ বসন্ত শুধু থাকে দুই মাস সে তো বছরের লাগি, মোর বসন্ত থাকে বারমাস যদি তোর কাছে থাকি৷ রাখ জেনে মোর ব্যাথিত হৃদয় সে যে তোরে ভালবাসেনা, বাগিচাটি আজও শূন্য তবুও তোর পাখি কাছে আসেনা৷                   — প্রভাত...

প্রেম

Image
আরও প্রেম পায় যখন তুমি লজ্জায় বল ইশশ, লেপের তলে বালিশ কোলে করছি তোমায় Miss... যদি বলি তোরে ভালবাসি ওরে, ভাল কি আমায় বাসিবে ? ঠোঁটে ঠোঁট ছুঁয়ে একে একে দুয়ে বক্ষে আমার আসিবে ? উত্তুরে রিয়া কাড়িয়াছে হিয়া জাগায়েছে প্রেম হৃদয়ে, প্রনয়ের ভাষা কিছু অভিলাষা মিলিবে তা পরিনয়ে৷ সহস্র প্রহর উচ্ছল সাগর পাড়ি দিব হাত ধরি, এইটুকু দান দিও ভগবান এই প্রার্থনা করি৷                   — প্রভাত...

ভিখারীনি

Image
একফালি তোর কাপড় দিবি রাখিব গায়েতে জড়ায়ে, ছেঁড়া আঁচলের ফাঁক দিয়া বুক দেখিতেছে মুখ বাড়ায়ে৷ অন্ন বস্ত্র ভাগ্যে নাহি ফুল ফুটিয়াছে কাননে, দেখি সহস্র লোলুপ দৃষ্টি ভয় জাগিতেছে পরানে৷ দেখিনু হেথায় নন্দী পাড়ায় পোহাতি আমার বোন, ধর্ষিত হয় ক মাস আগেই খবর রাখে কজন ? দু দিন হতে ক্ষিধের পেটে ভিক্ষা চাহিয়াছিল, দু টুকরো পাউরুটির দামে বিক্রি হইয়াছিল৷ আমিও ঘুরি পাড়ায় পাড়ায় ক্ষিধের জ্বালা পেটে, বিদেশি কুকুরে পায় অন্ন আমি লাথি খাই Gate এ৷ কত মন্ত্রী কত Officer  নয়ছয় করে টাকা, হায় ভগবান রাখিয়াছ তবু মোদের উদর ফাঁকা৷ ঘুরিছে ধরায় মৃত্যুকামিনী কত শত অভাগীনি, একক শব্দে মোর পরিচয় গৃহহারা ভিখারীনি৷                         — প্রভাত...