সন্ত্রাস

তসলিমা তুমি ফের এসো বাংলায়,
ভরিয়াছে যেথা শত গর্দভ মূর্খ,
মানব ধর্ম মিশিয়া গিয়াছে ধূলায়,
বোঝেনি বাংলা বিশ্ব নারীর দুঃখ৷

তুলে ধর যদি বিশ্বের ইতিহাস,
কারা ধর্ষন করিছে লক্ষ নারী?
বিশ্বে কাহারা আনিয়াছে সন্ত্রাস?
ইহুদী নারীর কারা আজ ব্যাপারী?

সিরিয়াতে কারা কাটিল "ফলির" মাথা,
জানে কি সেসব বুদ্ধিজীবির দল?
পারে কি বুঝিতে ধর্ষিতার ব্যাথা,
সন্তান হারা মায়ের চোখের জল৷

World Heritage করিছে যাহারা ধ্বংস,
আঁধার গহরে খুঁজে দেখ পাবে শুন্যি,
বুদ্ধিজীবি বলনা এ কার বংশ?
পরহিংসার ধর্মে জ্বলিবে বহ্নি৷

দাঁড়ি দেখলেই বিশ্ববাসীর ভয়,
সন্ত্রাসবাদে কেন উঠে আসে নাম?
বিবর্তনের দায় কি তোমার নয়?
কালাম স্যারকে বিশ্ব করে সেলাম৷

বাংলা মাটিতে হাজার প্রবেশকারি,
শিক্ষা বলিতে যারা বোঝে শুধু ধর্ম,
করে সন্ত্রাস তারা নিজ দেশ ছাড়ি,
টুপিতে জরুরী নব চেতনার বর্ম৷

শয়তানের উল্লাসে উঠিবে কোলাহল,
জ্বলিবে তোমার জন্মভূমির লাশ,
যদি না ফোঁটে শান্তির শতদল,
যদি না সমূলে নাশ কর সন্ত্রাস৷

                       — প্রভাত....

Comments

Post a Comment

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য