শেষ কুয়াশা

ভালবাসার মর্ম তুমি বুঝবে যেদিন,
স্মৃতির পাতা উল্টে আমায় খুঁজবে সেদিন৷

প্রেমের সুর আর হৃদমাঝারে বাজছেনা যে,
লুটাচ্ছে প্রেম অল্প কাপড় বুকের ভাঁজে৷

তোমার কথার ধরন এবার দিচ্ছে জানান,
তোমার পাশে আমি নাকি খুব বেমানান৷

ভালবাসার সত্যি কথায় মিথ্যে লাগে,
প্রতারনার জৌলুষতায় হৃদয় জাগে৷

দরকার কি লোক দেখান মিথ্যে হাঁসি,
ভালবাসা পঁচছে মনে হচ্ছে বাসি৷

বুঝবে যেদিন অনেক দূরে হারিয়ে যাব,
স্মৃতির ক্যানভাসে এসে খুব কাঁদাব৷

হৃদয় মাঝে আঁধার যেদিন আসবে নেমে,
শিরায় শিরায় রক্ত বহা যাবেই থেমে৷

তোমার চোখের কাজল যেদিন লেপ্টে যাবে,
ঝাপসা চোখের জলে আমায় দেখতে পাবে৷

ভালবাসি বলবে যেদিন মনের ভাষায়,
দেখতে পাবে ভোরের আলো শেষ কুয়াশায়৷

                                — প্রভাত.....

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য