ভালবাসি বলব না
হয়তো আমার ইচ্ছেগুলো
তোমার জন্য থাকবে না,
হয়তো এ মন তোমায় ভেবে
প্রেমের গান আর গাইবে না৷
যেদিন তোমায় চেয়েছিলাম
অবহেলায় হারিয়েছো,
তোমায় নিয়ে স্বপ্নগুলো
নিজের পায়েই মাড়িয়েছো৷
এই মন আর তোমায় নিয়ে
স্বপ্ন কভু দেখবে না,
সাগর পাড়ের স্বপ্নগুলো
তোমায় নিয়ে থাকবে না৷
উজাড় করা ভালোবাসার
অবহেলার লজ্জাতে,
বিষাদ কালো বিষ ঢুকেছে
অস্থিতে আর মজ্জাতে৷
নীলাভ সব রক্তকণা
শরীর জুড়ে ছড়িয়েছে,
গরল সম রক্ত হৃদয়
বিষন্নতায় ভরিয়েছে৷
দার্জিলিংয়ে বরফ হাতে
তোমার সাথে খেলব না,
হৃদয় মাঝের ইচ্ছেগুলো
তোমার কাছে বলব না৷
অন্ধকারে হাঁটব একাই
তোমার সাথে চলব না,
হৃদয় হাজার কাঁদবে তবু
ভালবাসি বলব না৷
— প্রভাত...
Exactly my expression
ReplyDeleteGood one
ReplyDeleteThank u vai...
Delete