Posts

Showing posts from March, 2019

অতিক্রম

দুর্গম স্রোতের বুকে দর্পনের বড়োই অভাব৷ যে ডুবুরি আজীবন গভীরতা সন্ধান করেছে, তারই কাছে উন্মেষের রহস্য সাগর বহুকাল গোপনে সঞ্চিত৷ পথের সংসর্গে পথ বড়ো হয়ে যায়৷ কাছেই তো ছিল, তবু বুঝিনি কক্ষনো.. গীতা থেকে যুগান্তরে জন্মে গেছে সীতা৷ হে জ্ঞান প্রলয় আনো, ধুয়ে যাও ক্লেদাসক্ত দেশ৷ দ্বেষ যেন নিভে যায় কুয়াশা পেরিয়ে৷ এভাবেই বিবর্তন আনো৷ যাকে বার্তালাপ বলো তারই নাম নিজেকে পেরোনো৷                      ✍ প্রভাত ঘোষ

অধ্যায়

ঘর ফেলে হেঁটে গেছে বিলাসপ্রবণ পুং-বৈভব অন্ধকার পথ নৈঃশব্দ গ্রহণে৷ যতটা পাবার ছিল তারও চেয়ে হারাই ওজনে৷ দেশিয় নৈবেদ্যপূত বিদেশি কাঠামো বেড়াতে এসেছে নিজ ভূমি৷ কী নিবিড় নিঃসঙ্গের গলি! ভালো হলে বাসার অধ্যায় আমি ভালবেসে আজও থেকে যেতে পারি৷ যতটা বুকের মাঝে খিদে মুখে তার চেয়ে বড় কম৷ চৌকাঠ, দাওয়ার মাটি বড় নির্বান্ধব৷ হে মাটি বপন করো৷ যন্ত্রণার অবকাশে ঘ্রাণ নিতে দাও৷ ঘড়িতে সময় শেষ হলে                ভেতরের খিদেও হারায়৷               ✍ প্রভাত ঘোষ⚡

শয্যাভঙ্গ

আমি কি জড়িয়ে নেব শোকের প্রলাপ? মুহ্যমান বৈরাগ্যের দেশে... তুমি কোন ক্ষোভের জানালা৷ আকাঙ্খা রাখিনি কিছু নিস্তব্ধের দ্বিখন্ডিত দ্বার৷ পরিপাটি, বিশুদ্ধ নিঃশ্বাসে কুয়াশার প্রতিচ্ছবি... সাধের গোকূল৷ আর কোন রাস্তা নেই তোমাতে ঘুমান ছাড়া৷ শয্যার জীবন থেকে স্বপ্ন ভেঙে দেখি আছাড় মেরেছে শুধু,               সে আমায় নিধন করেনি৷               ✍ প্রভাত ঘোষ ⚡

আহ্বান

কতটা হারানো যায়  গভীর উপত্যকার নিষ্পাপ ভূমিতে... উদার বাউল তার গান ঢেলে নির্বাসনগামী৷ প্রতিটি অর্থই কোন গূঢ়মর্মধ্বনি গুমরে ওঠে অন্দরমহলে৷ শোকছায়া গুহার দু-পাশে মিলনের ছিন্নজালে ইচ্ছে সমর্পন মধ্যাহ্নে সময়৷ ঘ্রাণেই প্রবেশ করো যন্ত্রণা তোমার কেউ নয়৷                     ✍ প্রভাত ঘোষ.⚡

উত্তোলন

উন্মত্ত সন্ধ্যায় রুগ্নপ্রেতনৃত্য বহুল প্রচল বিষন্ন মজ্জার চাবি কখনো খোলেনি৷ আসমুদ্র শিশিরের দেশে কোন এক পরিযায়ী পাখি ঠোঁটে বেঁধে তুলে আনে ব্যাধের প্রমাণ৷ নিজেকে উন্মুক্ত করি জলধি প্রবৃত্তে...

সঙ্গম

চেনা গৃহপথ ধরে ছুটে যাচ্ছে যান্ত্রিক বুলেট আমি তার মধ্যেকার একছত্র হাড়ের শরিক অন্ধকার দুপাশে নিথর তারই মাঝে দু-একটি জোনাকির ঘর চাকা ও ট্র্যাকের যুদ্ধে                                 একলা আমি স্থির৷ ছন্দে ছন্দে গ্রন্থনাচ, কাব্যরস নিহিত জ্বালানি যতটুকু পড়েছি শুভ্রকে, আমি তার কিছুই লিখিনি৷ কবিতা ও ড্রাগের ভেতর গ্রন্থ থেকে গ্রন্থির ফারাক নিয়ত সঙ্গম করি... সে আমার দ্বিধাহীন পাপ৷                     ✍ প্রভাত ঘোষ ⚡

ক্লান্তি

প্রতিদিন জমা করি রক্ত ছাপ উন্মুক্ত পায়ের৷ গাণ্ডিবের বিষাক্ত শলাকা  কর্মকান্ডে কেন্দ্র অভিমুখ৷ স্বয়ংক্রিয় রথের সারথি কি বপন করবে ইতিহাসে? নিঃশব্দ ক্রন্দন? বিমানেরা উড়ান ভরেনি৷ যে শয্যা তিমির বিদ্ধ, সমগ্র মৌনতা.. ফিরে দেখো, চিৎকারের সজ্ঞায় ব্যর্থতা।                ✍ প্রভাত ঘোষ ⚡

মঞ্চ

নাট্যমঞ্চ জন্মভূমি, বিবিধ অঙ্কুর সংলাপের শেষে চুপ, খসে পড়ে তারা৷ দিনান্তে বেহালা ধ্বনি অথবা দোতারা৷ প্রজন্মকুহক ঘিরে চঞ্চল নিঃশ্বাস আজানু ক্ষতের দাগে বাসন্তিবিলাস! বোঝেনি জোনাকি রঙিন বসন্তে কেন অন্ধকারপ্রীতি৷ প্রতিটি শব্দই তার নিশ্ছিদ্র বর্ষাতি৷ কাঠিন্য মোমের জাত স্পর্শ পেলে ঝর্ণা নেমে আসে৷                  ✍ প্রভাত ঘোষ⚡

বিচ্ছেদ

যে নিখোঁজে শুধুই প্রকৃতি সেখানে সঙ্গম ছাড়া আর কোন বিনোদন নেই৷ উলম্ব মিথের পথ অচেনা বিশ্বের স্নানে বন্ধন বিমুখ শেকলি কাপড় খোলা নিষ্পাপ বন্ধ্যার৷ নতুন সম্ভোগ হোক উন্মুক্ত বাতাসে নিরন্তর নির্লজ্জ আলোয় ঐশ্বরিক ঐশ্বর্য লুকানো... কতখানি পথ গেলে বন্ধ্যাত্বের যন্ত্রণা জুড়ায়! মিলন রক্তাক্ত হলে             বিচ্ছেদের তৃপ্তি পাওয়া যায়৷                ✍ প্রভাত ঘোষ.⚡

পৃষ্ঠা

ওপ্রান্তে যখন সন্ধে, উন্মত্তের আলো..  হঠাৎ অতীতে ঢুকে  গিলে নিচ্ছি ঘন অন্ধকার৷ দূর কোন মেঠো পথে  ফেলে আসা সুখের অভ্যেস আগুনের মিতভাষ সলতে থেকে নেভেনি তখনও৷ বয়স এক শুকানো আঙুর সিক্ত হলে সামান্যই ফিরে পাওয়া যায়। পুরোনো জুঁইয়ের ঘ্রাণ, হাওয়ায় বটের ঝুরি                পেছনের ওল্টানো পৃষ্ঠায়৷ সময়ের গল্পগুচ্ছে এটুকু সংক্ষেপ... সম্পর্ক চুম্বক হলে               নিঃশব্দের স্পর্শ পাওয়া যায়৷                 ✍ প্রভাত ঘোষ.⚡