মঞ্চ

নাট্যমঞ্চ জন্মভূমি, বিবিধ অঙ্কুর
সংলাপের শেষে চুপ, খসে পড়ে তারা৷
দিনান্তে বেহালা ধ্বনি অথবা দোতারা৷

প্রজন্মকুহক ঘিরে চঞ্চল নিঃশ্বাস
আজানু ক্ষতের দাগে
বাসন্তিবিলাস!

বোঝেনি জোনাকি
রঙিন বসন্তে কেন অন্ধকারপ্রীতি৷

প্রতিটি শব্দই তার নিশ্ছিদ্র বর্ষাতি৷

কাঠিন্য মোমের জাত
স্পর্শ পেলে ঝর্ণা নেমে আসে৷
                 ✍ প্রভাত ঘোষ⚡

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য