বিচ্ছেদ
যে নিখোঁজে শুধুই প্রকৃতি
সেখানে সঙ্গম ছাড়া আর কোন বিনোদন নেই৷
উলম্ব মিথের পথ
অচেনা বিশ্বের স্নানে বন্ধন বিমুখ
শেকলি কাপড় খোলা নিষ্পাপ বন্ধ্যার৷
নতুন সম্ভোগ হোক উন্মুক্ত বাতাসে
নিরন্তর নির্লজ্জ আলোয়
ঐশ্বরিক ঐশ্বর্য লুকানো...
কতখানি পথ গেলে বন্ধ্যাত্বের যন্ত্রণা জুড়ায়!
মিলন রক্তাক্ত হলে
বিচ্ছেদের তৃপ্তি পাওয়া যায়৷
✍ প্রভাত ঘোষ.⚡
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..