শয্যাভঙ্গ

আমি কি জড়িয়ে নেব শোকের প্রলাপ?
মুহ্যমান বৈরাগ্যের দেশে...

তুমি কোন ক্ষোভের জানালা৷

আকাঙ্খা রাখিনি কিছু
নিস্তব্ধের দ্বিখন্ডিত দ্বার৷

পরিপাটি, বিশুদ্ধ নিঃশ্বাসে
কুয়াশার প্রতিচ্ছবি... সাধের গোকূল৷

আর কোন রাস্তা নেই তোমাতে ঘুমান ছাড়া৷

শয্যার জীবন থেকে স্বপ্ন ভেঙে দেখি
আছাড় মেরেছে শুধু, 
             সে আমায় নিধন করেনি৷
              ✍ প্রভাত ঘোষ ⚡

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য