Posts

Showing posts with the label bengali kobita

রক্তাক্ত ঘুঙুর

ঘুঙুর ভেঙেছে যার, রক্ত ঝরা জমিনে ছয়লাপ বিধবার কাপড়ে ছিটিয়ে— ধুয়ে ফেললে জ্যোৎস্না আর নিংড়ে নিলেই পাপ ভুলে যায় ক্ষমাও সংলাপ শব্দের প্রকৃতি এসে জনান্তিকে দিয়ে যাও আলো চড়া রোদে দৃষ্টি দিলে কালো ফুটোয় চাঁদের আলো, চালা ঘর তবুও রঙিন ভাঙা লবঙ্গের ঝাঁঝে প্যার বিচূর্ণ লঙ্কার বুকে গোপনে লুকিয়ে থাকে মারণের বিষেলা ক্যান্সার কোথায় ধুলোর ঝড়, যেখানে ধুলোর মুঠি চোখে নিজ হাত, নিজের বিচার— ঘাড়ের উদ্দেশ্যে নিজে কুঠার ওঠাবে না কি হাত ধুয়ে সাজাবে বিহার...

আত্মবিশ্লেষক

আগাছা জন্মানো এক সভ্যতার ভিড়ে আমরা তার একনিষ্ঠ কীটের স্বরূপ৷ রেসের ঘোড়াটি কবে হারিয়েছে পথ... হু হু অন্তরের কাছে হেরে গেছে আত্মবিশ্লেষক৷ নিজেরই ভেতর থেকে সূক্ষ্মতর মৃতের আওয়াজে চান্ডধ্বনি বাজে, আগুনের কুণ্ড থেকে চুঁয়ে পড়ে জল৷ বিগত দিনের কাছে আগামীরা বড়ই ফ্যাকাশে হাঁপের আলোর চেয়ে অন্ধকার বড় ভালো আছে৷ পুকুরে কান্নার দাগ, ওই পারে সমুদ্র হা-ভাতে ভুলে গেছে জলাশয় বিদ্রোহ শানাতে৷ পথে পথে ছত্রাকের ভিড় মেরুদণ্ডহীন যুগ যৌবনকে লাঠি দিয়ে যায় বহু মহাকাল তাই বেঁচে থাকে খনির ভেতর৷ বিষণ্ণ হাওয়ার কাছে প্রতিটি ঋতুর রং চেনা সকল পথিক জানে                       গ্রীষ্মকাল কখনো নেভেনা৷

প্রতিচ্ছবি

ছুটিয়ে চলেছে পথ নিজেকে নিজের থেকে দূর অচেনা সাম্রাজ্য যেন বিম্বিসার করবে আমায়৷ মেঘে মেঘে যন্ত্রণার আদান প্রদান অন্ধকার স্রোত ধরে সময় পিছল হয়ে যায়৷ ঘৃন্যতায় ভেসে ওঠা মনের কঙ্কাল অর্ধচেনা, বিভীষিকা চোখে ক্ষতবহ্নি মৃতপ্রায়, দ্রোহ চূর্ণ বধির প্রথায়.. বিষাদ বিলোপ হলে নিজেকেই খুঁজে পাওয়া দায়৷ চিহ্নহীন ভ্রান্তিলিপি, মেঘে মেঘে অন্ধকার, ভয়.. এ স্রোত তোমার কেউ নয়৷ ধ্বংসহীন প্রতিচ্ছবি যে দর্পন তোমায় দেখাবে বিমূর্ত প্রতিক তার চিরকাল পূজ্যের পাতায়৷ বিষাদ ফুরিয়ে গেলে কে তোমার আগুন জ্বালাবে?

অধঃস্তন

কাঁচের ভেতরে এক ক্রমশই অধঃস্তন শিকারীর ছায়া খুঁড়ে চলে প্রাচীন বিষাদ৷ আলো ও আঁধার যেন আমি ও আমারই মাঝে বিবাদের উল্টো কোনো পিঠ৷ মৃত্যুর পূর্বেই বুঝি মৃত্যুকুণ্ডে প্রবেশ করেছি! হায় আলো! হায় ধন! উন্মুক্ত আকাশ ছেড়ে বোতলের গর্ভে নিলে স্থান৷ যে আলো জ্বেলেছ অন্ধকার থেকে মুক্তির আশায়.. তারই তলে মৃত্যুগর্ভ প্রায় ত্যাগের রাস্তায় লোভ পথিক হলেই..                                     বিশ্ব শান্তিগন্ধে পৃক্ত হবে৷

পুরুষ

পুরুষ ঝড়ের সন্ধ্যার শেষে দাঁড়িয়ে রয়েছে, মাঝে মাঝে মাথা নেড়ে অস্তিত্বের হাওয়া দিয়ে যায়৷ আড়ম্বরহীন এক জীবনের ধারা, তোমাকেই স্বস্তি দেবে বলে৷ প্রচণ্ড দহনের দিনে খুঁজে দেখো, যথাস্থানে দাঁড়িয়ে রয়েছে কাঠিন্যের তালগাছ রূপে৷  অভিমানী বোঝেনা সে ক্ষয়৷ কে ছায়া বিলোবে তাকে যার পথে হাঁটে না সময়?  দোষ দিয়ে যাও হে পথিক... যুগে যুগে দাবি করো যাকে, সে মাথায় বারিষ থামায়৷ হয়তো হারাবে তবু হারেনা কখনো সে পুরুষ, তার প্রত্যয়৷

বারিষনামা #১০

বিরহী দিনে আজ তর্ক থাক কে ছিল কার ভুলে অন্ধকার গরিমাহীন সাক্ষি ব্যালকনি খুচরো পাপ জমানো মেঘ বড় দূর্ণীবার উষ্ণ ঋণ৷ ঠোঁটের আলপনা শরীরময় সমূহ কল্পনা স্বার্থহীন নিদ্রা শেষ নরম কার্ণিশে ঝড়ের ভয় বাঁচার ভঙ্গিমা অর্বাচীন মৃত্যুদেশ৷ বিরহ ফিরে আসে আকাঙ্খায় হারানো পথে যার পায়ের ছাপ ইতিহাসের বন্ধনীর ধোঁয়া অন্তরায় দ্যোতনা পত্রের ভালই থাক ছত্রাকের৷ বিস্মৃতির মতো শান্তি কই? নতুন পুড়ে যায় তার্কিকের গ্রন্থকার বারিষ গ্রাস করে সমূহ বই জলের ভার বড় নিগ্রহের শূন্যতার৷

শিরদাঁড়া

নমনীয়, উদার বিচারে                        স্হায়ীত্বে দাঁড়াও শিরদাঁড়া প্রেক্ষাপট খুলে দেখ নিরীহের মৃত্যুর ইঁদারা৷ ভার চোখে ছাদ খোঁজে মেঘ                                      কার কাঁধে বারিষ ঝরায়? প্রতিটি বিভেদ থেকে শুরু হয় সাম্রাজ্যের ক্ষয়৷ ধূলার আদর্শ যার, তার শেষ লিখেছে সময়৷ আহত চোখের কাছে অশ্রুটির আমারও তো দায়৷ বিষের পিতাও বিষ, শিক্ষা থেকে মুছে দাও ভয়৷ সহ্যের সোপান ভাঙো, প্রলয়ের এসেছে সময়৷ সংগ্রামের সম্মুখীন হলে অহংকার ঔদ্ধত্য হারায়৷

ঠিকানা

সে পথের পিছুটান অদৃষ্টের কোলে ফেলে এসে ঘাস হীন নর্দমার জলে ডুবে ডুবে নীরব তৃষ্ণায় নিজেরই চোখের জল পান করে; তবু তার ফিরে যাওয়া মানা৷ জীবনের প্রয়োজনে বয়ে যায় নদী সে'ও তার ঠিকানা জানে না৷ যে দেশ আমার ছিল,এখন অতীতে ভাঙা দূরবীনে দেখি মেঘলা আকাশ ভুলের পৃষ্ঠায়৷ ক্যানভাসকে জীবনের আঁকা উল্টো পিঠ মনে হয়৷ পঙ্গুর বিবশ খিদে ঘষে—ঘষে—ঘষে... কোনক্রমে টেনে যাওয়া ব্রহ্মাণ্ডের ভার মৃত্যুর চেয়েও বড় দরিদ্র, বিনয়ী পাখিরা পুড়েছে দূর-ভিক্ষের সময়৷ চিৎকারের কণ্ঠ জাগা মানা৷ হাওয়ার মতই তার স্বাদ নিতে আসি আকুতির পিপাসা মেটে না৷ যে দেশ আমার নয়, ছিল বা কখনো কুড়ে ঘর, মাটির দাওয়ায় অথবা বটের তলে সুশ্রুষার মাদুর বিছিয়ে ফড়িঙের গান শোনা যায়৷ মাঝে মাঝে ভুলে থাকা বিরহের মেয়াদী দাওয়াই৷ বহুদিন জ্বলেনি প্রদীপ পুকুর পাড়ের ধারে অশ্বত্থের তলে৷ সান্ধ্য স্নানে ভেজা আঁচলের খুট ধরে কোনো মেয়ে বাড়িতে ফেরেনা৷ কামনার কড়িকাঠে শরীর মিটিয়ে চলে দেনা৷ দূর কোন নৈরাজ্যের রাতে শ্মশানের পটভূমি, রাষ্ট্রের আঘাতে সিঁথির বিয়োগে পুড়ে যাচ্ছে মন্দাকিনী৷ আমার বইয়ের জ্ঞান সে আগুন নেভাতে পারেনি৷ শৈশব ও বিরহের মাঝে      

বারিষবৃত্তে

অতিথি বারিষে নাম লেখা নেই যার নেভেনি জ্বলার আগে, বিশারদ সে'ই৷ রাতের চৌকাঠ থেকে বনলতা ডাক বিষণ্ণ ডানায় ফেরে জীবনানন্দতে৷ মেঘের সহস্র চোখ প্রতিক্রিয়াময় উড়ালপুলের তরী সন্ধ্যের ব্রুনেই৷ জানলা আঁকড়ে অভিসারের সময় বিরহ যে ফিরে যাবে, বাল্যকাল নেই৷ আলোটি জ্বলার চেয়ে নিভে থাক, বেশ৷ প্রগলভ অন্ধকার, প্রহসন নেই৷ আহত বুকের জলে ধোঁয়ার প্রবেশ... শোক তার প্রতিভাষ লিখে রাখবেই৷ জেগে থাকা ভাল হত, নিহতের আগে ঘুম সেই বিষ যার জীবন বৃত্তেই বারিষনামার খাতা ভাসিয়ে প্রয়াগে বৃষ্টি এলে ভেজেনা এমন কেউ নেই৷

মৃত্যুর বাগানে

কুয়াশার যুবতী আবেগে ক্ষরণ সঞ্চয়ী ঢেউ           প্রসাধনী জোয়ার-দোলায়.. বিশ্বাস খণ্ডন হলে চা'ও মুখ ঢাকে পেয়ালায়৷ বিকারে ধরেছে যাকে, উড়ন্ত মৌচাক তুলসী পাতার বুকে ক্ষয়৷ আমৃত্যু বধির, সে তো জন্মদায়ি নয়৷ মৃত্যু যার লিপ্সা, অভিলাষী বিভ্রমের গতিপথে ওড়ে.. যেভাবে যুবতী পাখি ঝাঁপ দিতে অন্ধকার খোঁজে৷ জাঙ্গাল ভাঙার আগে ভাবো ম্রিয়মাণ প্রতিকার বিস্মৃতি প্রদোষে যদি মড়া জাগে সমগ্র বাংলার৷

তফাৎ

ধ্রুবক, দানবী ক্ষিধে পরিণত, কথায় ভোলে না৷ দহন অসহ্য হলে তুমুল দুর্যোগ আবহাওয়া বদলে দিও ঝড়৷ শৈশবের মৃদু মৃদু ঢেউ যার ছিটে শহর গড়েছে৷ দু চোখে এনেছ ঘুম বারে বারে স্বপ্ন দেখবে বলে৷ তুমি ও ক্ষিধের মাঝে তফাৎ এটুকু... তুমি ছুঁলে ভুলে যাই তাকে বিপরীত হয়না কখনো৷

মুখোশ

শিৎকার, শিৎকারে ক্ষয়, গুণী চরিত্রের জয় পরাজয় ক্ষমায় ভুলিনি৷ যে স্পর্শ চেনেনি জরা, পরম বিশ্বাসে কুম্ভনিদ্রা পাশে বদরক্তে দৃঢ়, সুপ্ত লিপ্সার বিনুনি৷ চৌকাঠ পেরোলে ঘৃণা নিও কাব্য যার ধৃষ্টতার, শারীরবৃত্তিয়৷ কুণ্ঠার বিরাম নেই মুখোশ কে দিয়েছে তোমায়? ইতর তোষণ হলে আমাদেরই দায়৷ খুলে দিচ্ছ বস্ত্রখানি ভগিনীর, বিনিদ্র তৃষ্ণায়.. মহাকাব্য পুড়বে বলে ডুব দিয়ে আসে নর্দমায়৷

বীথিকা সঙ্গমে

খেজুরে আলাপ ছেড়ে বনবীথিকায় নিভৃতে রতির আত্মসুখ৷ পাখি ও পায়ের শব্দে আত্মমগ্ন, দেহে পলাশের সুগন্ধি তাড়না৷ প্রকৃতি কাপড় খুলে ভেঙে দিচ্ছে সতির সংযম৷ সভ্য পরকীয়া নয়, বন্যতার স্তবে উন্মুক্ত বুকের মাঝে নগ্নস্নান সত্যের নিয়ম৷

আহূতি

শেয়ানের বিষাদ ক্রিড়ায়                 বেঁচে ওঠে ভগ্নাশেষ প্রাণ কেবলই স্মরণ করে টেরাকোটা পেরিয়ে এলাম৷ আঁচড়েই ঠিকরে আসে জ্যোতি হৃদয় মিলিত হলে মৃত্যুরাও ক্ষমা করে ক্ষতি৷ কোন এক ভ্রমের মলাটে                  পরিচিত লেখকের নাম.. নগ্ন দ্বীপে অন্ধকার ছুঁয়ে নিজেকে নিজের থেকে বের করে আহূতি দিলাম৷

দাগ

জীবন বাঁচাবে বলে ঝাঁপ দিচ্ছ মূর্খের অনলে.. মুখোশে স্বরূপ ঢেকে ছদ্মবেশে দোষারোপ চলে৷ পিঠে কার চাবুকের দাগ? তোমাকে চিনিয়ে দেবে                 বিপরীতে আয়নার স্বভাব৷ যে কান্নার ভাগিদার নেই                      সমাজের নেই কোনো দায়... অস্ত্রকে আপন ভেবে মৃত্যুকেই স্বাগত জানাই৷                     ✍ প্রভাত ঘোষ ⚡

অপূর্ণ

আড়াল থেকে দেখবে আমার গায়ে অপার্থিব কান্না লেগে আছে বৃষ্টি থেকে পৃথক হয়ে ঝরছে তোমার নামে৷ বৃষ্টি যেদিন ভাসিয়ে যাবে, সামলে নেবে কান্না অহংকারী নাকের নিচে, ঠোঁটের কোণে পান্না৷ ধরতে গেলে পালিয়ে যাব ভয়ে নিজের অতীত চিনতে পারো পাছে শূন্য দিয়েই পূর্ণ হবে অস্বীকারের দামে৷

দূরত্ব

সে আসে দয়ার মতো, তাই দেখে নেচে ওঠে তৃণ, যেন তার জন্ম হবে বালির ভেতরে৷ কল্পনার পূর্বে কোন পরীও থাকে না৷ প্রয়োজনে পাওয়া যাবে সে বিশ্বাস কই? হাওড়ার ফুটপাথে, ব্রিজের কানাচে কারা না কী ভবিতব্য মাপে? এখন সে বিশ্বাসের কাঁটা আরও গলায় বিঁধেছে৷ ভুল করে ভবিতব্য যদি... বিশ্বাসেই কলম চালায়! ভয়ে ভয়ে ঝুলে পড়ি নিয়তির ঝুলের চাদরে৷ চরিত্র নির্লোম হলে কাছে আসা বিড়ম্বনাময়৷ যে ঢেউ অন্যের ঘাটে সংসার পেতেছে তার স্পর্শ বিপজ্জনক৷ গণ্ডারের ত্বক হলে খেলেও আরাম, আছাড়ের ব্যথাও লাগে না৷ ভিন্নতা স্ফটিক হলে পালানোই প্রথা? পাথর হবার পরও অতীতের রেশ থেকে যায়৷ তৃপ্তির হিসেব যত সময়ের হাওয়ায় উড়েছে.. জীবন ও হৃদয়ের দূরত্বের স্পষ্টতর রূপ আঁকা হয় ভাঙনের আগে৷ এ দূরত্ব ভাঙনের নয়৷ দিনে-রাতে বৃক্ষ হয়, যেভাবে সময়৷

পেখমবাড়ি

অন্ধকারের সবুজ পেখমবাড়ি পেছন ফিরে হাঁটছি অজান্তেই ছায়ার শেকড় গোটাচ্ছে পাততাড়ি রোদের তো আর বাপের বাড়ি নেই৷ জলের ওপর সাজালে মৃত্যুকে পুকুর পাড়ে স্টেটাস ডোবার দায় জীবন যখন লোভ নিয়েছে টুকে.. দহন বাতাস পেরোচ্ছে কান্নায়৷ নিমন্ত্রণে মেঘের খবর কই? জানলা জুড়ে প্রেমিকি উদ্বেগ ছোট্ট অমল খোঁজে না আর দই পত্র তোমার ফিরিয়ে দিলে মেঘ৷ পেখমবাড়ির দরজা খোলা আজও শরিক বাড়ে রাস্তা পেরোলেই... ভাঙার আগে স্বপ্ন দেখে জাগো ওই বাড়িতে ভোটের ব্যালট নেই৷               ✍ প্রভাত ঘোষ⚡

রবীন্দ্রনাথ

নিভৃত হৃদয় ছবি শতবর্ষ ধরে কান্নার প্রহরে জীবনের উন্মেষ বা শোক একই পাত্রে পূর্ণ অবস্থান৷ তোমার আশ্রয় গৃহ জন্মের প্রমাণ৷ যুদ্ধহারা শিথিল আবেগে বন্ধ্যা-বৃন্ত শবমূর্তি রূপে বিষণ্ণ পাখিটি কাঁদে বিভ্রমের হারানো পালকে৷ সেই দ্বারে সমুদ্রের প্রবেশিকা রেখে ব্রহ্মাকে করেছ ব্রহ্মদান৷ কণ্ঠহীন জরায়ুর বুকে আজ মহাসাগরের গান৷ যখনই ঘিরেছে অন্ধকার তোমার প্রহার... দর্শন ও অনুভবে তুমি ও আমার অভিসার৷

যে ঝড়ে দধীচি জন্মায়

যে ঝড় আসেনি তার প্রয়োজন ছিল? গোছানো মৃত্যুর পরে স্বাধীনতা কত সেসব জানেনা ওই গৃহস্থ যে দ্বারে ঝড় তার নিশান রাখেনি নীরস, শান্তির মৃত রূপে৷ গতি ও ধ্বংসের মাঝে বাঁচার অভ্যাসে রাহুর গ্রাসের শোক দধীচিকে যখম করেনা৷ নিঃস্ব হোক.. শান্ত হোক.. জলধীর গ্রন্থাগারে দারিদ্রের স্নানে শোকগঙ্গা যাদের নিয়ম.. (সংবাদ উল্লাস করে শুধু)                সে গ্রন্থের মলাট থাকেনা৷ বিলাসী চেয়ারে যত ছাপ দেখে আর শুয়ে শুয়ে বিলাসদরদী৷ ধ্বংসের পাঁজর উঠে গড়ে নেওয়া নতুন কাঠামো প্রশ্ন করে কার ঘরে গ্রন্থকার ছিল.. যে তোমায় মনীষী বানালো৷ যে ঝড় আসেনি তারও প্রয়োজন ছিল৷                  ✍ প্রভাত ঘোষ⚡