অধঃস্তন

কাঁচের ভেতরে এক ক্রমশই অধঃস্তন শিকারীর ছায়া
খুঁড়ে চলে প্রাচীন বিষাদ৷
আলো ও আঁধার যেন আমি ও আমারই মাঝে বিবাদের উল্টো কোনো পিঠ৷

মৃত্যুর পূর্বেই বুঝি মৃত্যুকুণ্ডে প্রবেশ করেছি!
হায় আলো! হায় ধন!
উন্মুক্ত আকাশ ছেড়ে বোতলের গর্ভে নিলে স্থান৷

যে আলো জ্বেলেছ অন্ধকার থেকে মুক্তির আশায়.. তারই তলে মৃত্যুগর্ভ প্রায়
ত্যাগের রাস্তায় লোভ পথিক হলেই..
                                    বিশ্ব শান্তিগন্ধে পৃক্ত হবে৷

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত