মৃত্যুর বাগানে

কুয়াশার যুবতী আবেগে
ক্ষরণ সঞ্চয়ী ঢেউ
          প্রসাধনী জোয়ার-দোলায়..

বিশ্বাস খণ্ডন হলে চা'ও মুখ ঢাকে পেয়ালায়৷

বিকারে ধরেছে যাকে, উড়ন্ত মৌচাক
তুলসী পাতার বুকে ক্ষয়৷
আমৃত্যু বধির, সে তো জন্মদায়ি নয়৷

মৃত্যু যার লিপ্সা, অভিলাষী
বিভ্রমের গতিপথে ওড়ে..
যেভাবে যুবতী পাখি ঝাঁপ দিতে অন্ধকার খোঁজে৷

জাঙ্গাল ভাঙার আগে ভাবো ম্রিয়মাণ প্রতিকার
বিস্মৃতি প্রদোষে যদি মড়া জাগে সমগ্র বাংলার৷

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত