শিরদাঁড়া

নমনীয়, উদার বিচারে
                       স্হায়ীত্বে দাঁড়াও শিরদাঁড়া
প্রেক্ষাপট খুলে দেখ নিরীহের মৃত্যুর ইঁদারা৷

ভার চোখে ছাদ খোঁজে মেঘ
                                     কার কাঁধে বারিষ ঝরায়?

প্রতিটি বিভেদ থেকে শুরু হয় সাম্রাজ্যের ক্ষয়৷
ধূলার আদর্শ যার, তার শেষ লিখেছে সময়৷

আহত চোখের কাছে অশ্রুটির আমারও তো দায়৷

বিষের পিতাও বিষ, শিক্ষা থেকে মুছে দাও ভয়৷
সহ্যের সোপান ভাঙো, প্রলয়ের এসেছে সময়৷

সংগ্রামের সম্মুখীন হলে অহংকার ঔদ্ধত্য হারায়৷

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য