বারিষনামা #১০
বিরহী দিনে আজ তর্ক থাক
কে ছিল কার ভুলে অন্ধকার
গরিমাহীন
সাক্ষি ব্যালকনি খুচরো পাপ
জমানো মেঘ বড় দূর্ণীবার
উষ্ণ ঋণ৷
ঠোঁটের আলপনা শরীরময়
সমূহ কল্পনা স্বার্থহীন
নিদ্রা শেষ
নরম কার্ণিশে ঝড়ের ভয়
বাঁচার ভঙ্গিমা অর্বাচীন
মৃত্যুদেশ৷
বিরহ ফিরে আসে আকাঙ্খায়
হারানো পথে যার পায়ের ছাপ
ইতিহাসের
বন্ধনীর ধোঁয়া অন্তরায়
দ্যোতনা পত্রের ভালই থাক
ছত্রাকের৷
বিস্মৃতির মতো শান্তি কই?
নতুন পুড়ে যায় তার্কিকের
গ্রন্থকার
বারিষ গ্রাস করে সমূহ বই
জলের ভার বড় নিগ্রহের
শূন্যতার৷
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..