বিকৃতকামিনী
মা, আজ আমি খুব ভাল আছি জানো,
কবরের ভেতর কী নিদারুণ নিস্তব্ধতা!!
পৃথিবীর যত কোলাহল থেকে মুক্তি৷
তোমার বিকৃতকামী নতুন স্বামী আর রক্তাক্ত করেনা আমায়৷
মা, সত্যিই আমি খুব ভাল আছি জানো৷
আচ্ছা মা,
আমার সেদিনের যন্ত্রণা ভরা চিৎকার
তোমার কানে আসেনি?
আমার চোখের জলে চাদর ভিজেছে,
তোমার মন ভেজেনি মা?
আমার সদ্য ফোটা চোখ দেখেছিল
ওই শরীর সুখের খেলা৷
যেদিন আমি তোমার পাশেই শুয়ে,
যন্ত্রণায় কাতরে উঠেছি সূঁচবিদ্ধ হয়ে,
বারে বারে ডেকে উঠেছি, মা....
সাড়া দাওনি৷
মৃত্যু নাকি বড় যন্ত্রণাদায়ক?
তবে আমার ওই কয়েক মাসের জীবন
এই মৃত্যু থেকে হাজার গুনে দুর্বিষহ ছিল৷
তুমি যদি হও সমাজে নারীর নিদর্শন,
পরজন্মে আর নারী হব না মা॥
✍ প্রভাত..🌠
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..