নন্দিনী
তোমার ভাষায় সেই গ্রাম্য সুরের ছোঁয়া,
তবু ভাষার দৃঢ়তা, জ্ঞানের স্পষ্টতা,
আমার শহুরে বাবুয়ানাকে হার মানায়৷
তুমি মাষ্টার্স, আমি সামান্য গ্র্যাজুয়েট৷
না, অহঙ্কারটি নেই৷
নেই আমার "সংসার" কবিতার নারী চরিত্রটির ছোঁয়া৷
যতটুকু বুঝেছি তুমি অল্পেই খুশি৷ যেমনটি আমিও৷
যুক্তিবোধ, অধ্যাবসায় সবেতেই আমায় ছাড়িয়ে গিয়েছ৷
অনেক নারী চরিত্র দেখেছি জীবনে
যারা সম্পর্কের ভিত গড়ে মাসিক অঙ্কটা কষে৷
তুমি তো আবার এ বিষয়ে নিপুণা,
পার্থক্য শুধু ভিতের গাঁথনে৷
ভালবাসা কী ঠিক আছে?
দুজনে একটু ভাল থাকার কিছু প্রচেষ্টা মাত্র৷
ভাবনায় মিলের প্রাচুর্য তো বীজগণিতের সমতুল্যতাকেও হার মানায়,
সেটাও আবার তুমি আমার থেকে ভালই জান৷
আচ্ছা, গীটারের সুর কি পাটিগণিতের সাথে মেশে?
যেমন আমার কবিতা তোমার আবৃত্তির সুরে মিশতে চায়৷
কখনো যদি সত্যিই মিশে যায়,
আমার শহুরে ব্ল্যাকবোর্ড থেকে
অশান্তির ক্যালকুলাস মুছে
দু-দন্ড গ্রাম্য শান্তি দিও নন্দিনী৷
✍ প্রভাত..🌠
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..