ইস্টেশন

একলা ধূ ধূ ইস্টেশনে বৃষ্টি শুরু টুপটাপ৷
মন উড়ে যায় পাগল হাওয়ায়, চা ও চলে এক দু কাপ৷

আধভেজা ঘর, সামনে পুকুর, পানকৌড়ি দিচ্ছে ডুব,
বাঁধন ছিঁড়ে হাওয়ায় উড়ে ইচ্ছে করে ভিজতে খুব৷

এ তো আমার চেনা বাতাস! ফুরফুরে সেই গাঙ্গেয়৷
ঐ যে দূরে বাজছে বাউল, ডাক দিলে কী শুনবে ও?

সঙ্গহীনা? ঠাঁয় দাড়ায়ে কাঁদছ কি তাই মালগাড়ি?
আমায় দেখ৷ একলা, তবু থাকতে খুশি খুব পারি৷

লাইন পারেই সারি সারি আকাশ ছোঁয়া ডাবের গাছ,
ওই দেখ কারা রোমান্স করে! এটা তো আবার ভাদ্রমাস৷

হাজার হাজার টনের বোঝা বইছ তুমি রেল লাইন,
ঠাঁয় দাঁড়িয়ে কর্তব্যে, হৃদয় তোমার স্বপ্নহীন৷

জীর্ণ কাপড়, ফলের মাসি, বাদলা দিনে ঝাপ ফেলে৷
দরিদ্র, তাই বৃষ্টি মাথায় চা ওয়ালা ফের সুর তোলে৷

অনেক কিছুই শিখিয়ে দিল, ভিজিয়ে গেল শহুরে মন,
আমার মতই একলা সে এক নাম না জানা ইস্টেশন৷
                     ✍ প্রভাত..🌠

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য