তিক্ততা ভুলে

সন্ধেবেলা, একলা ছাদে, মেঘ উড়ে যায় বৃষ্টি নেই৷
চাঁদের আলো আদর করে, ঠোঁটে তোমার কিসটি নেই৷

তারাগুলোও মিটমিটিয়ে ডাক দিয়েছে তার দেশে,
হয়তো কোথাও আমার মতই একলা, হতাশ, কাঁদছে সে৷

ঘুরে বেড়ায়, উড়ে বেড়ায়, কাব্য লেখে মনখানি৷
সেও হয়তো আদর চায়, আমার মতই, ঠিক জানি৷

কোথাও কোন দূর প্রদেশে, বাদলা দিনে জানলা খুলে,
ডাকছে আমায়৷ ঠিকানা নেই, বাতাস তুই দে না বলে৷

নয়তো আমায় চলনা নিয়ে, কিচ্ছু তাকে না জানিয়ে,
ঘন্টাখানেক কাটাইনা আজ একসাথে৷
আমায় দেখে চমকে যাবে, ছুট্টে এসে হুমড়ি খাবে,
জড়িয়ে ধরে ভিজব দুজন রাস্তাতে৷

উঠুক না ঝড়, আসুক প্রলয়৷ পেরিয়ে যাব মৃত্যু বলয়৷
যাকনা চলে শহুরে এই ব্যস্ততা৷
একলা দিনের সঙ্গী হব৷ জড়িয়ে বুকের গন্ধ নেব৷
উড়িয়ে দেব মনের যত তিক্ততা৷
                     ✍ প্রভাত..🌠

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য