স্বাধীনতা
রাষ্ট্রীয় গান রাজপথে শোভা পায়,
যন্ত্রণাগুলো ঝুপড়ি ঘরেই বন্দী৷
অন্ধকারেও কিছু মুখ চেনা যায়,
লাল সিগন্যাল ঠিক করে দেয় কোন দিক৷
ফুটপাথে কিছু ছেঁড়া কাপড়ের লোক,
উচ্ছিষ্টেই খুঁজে পায় স্বাধীনতা৷
তাদেরও তো কিছু গল্প লেখা হোক,
ভুলে গেছে যাকে শহরের ব্যস্ততা৷
রড ঢুকে যাওয়া ক্ষত বিক্ষত যোনি,
নারীর পিঠের দগদগে কালসিটে,
ভোট খুঁজে খায় সুযোগ সন্ধানি,
প্রতিদিন কিছু ক্ষত জমে হাইকোর্টে৷
বুড়ো চশমাও রাজনীতি করে যায়,
ধর্মের ধারে ভাগ করে যায় দেশ৷
ফাঁসিকাঠে ঝোলা কার পড়েছিল দায়?
রক্তেরা তবু রেখে গেছে কিছু রেশ৷
দেশপ্রেমিকের যন্ত্রণা ভরা কথা
ইতিহাসগুলো বলে যায় কানে কানে,
কারা দিয়ে গেছে প্রকৃতই স্বাধীনতা
সত্যতা নির্বাক কারাগার জানে৷
✍ প্রভাত..🌠
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..