সন্ধানী

উড়ে গেছে পুরান সে চিঠি, ভরে গেছে কবিতার খাতা,
শহরের ব্যস্ততা শেষে, ঘুম ভেঙে আসে নীরবতা৷

জানালায় বৃষ্টির ছাঁট, মন ভেজে একা ঘরে শুয়ে৷
জ্বর, তবু গীটারটা বাজে, সে বেটা যে বড় একগুঁয়ে৷

খাবারেও রুচি নেই আজ, দিন কাটে প্যারাসিটামলে,
শরীরটা চায় সেই ছোঁয়া, গন্ধ তোমার আঁচলের৷

যদিও কাছেই আছে কেউ, ভ্রুক্ষেপে পর বোঝে সে৷
বৃষ্টির জলে ওঠা ঢেউ, কবিতায় ভালবেসেছে৷

আমার আমিটা বড় একা, পাহাড় সমুদ্রে ঘুরি তাই৷
হয়তো বা হয়ে যাবে দেখা, সন্ধানী শেষ ঠিকানায়৷
                         ✍ প্রভাত..🌠

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য