চোখ

চোখ মোছা হয়ে গেছে?
তবে চোখের কোণে ওটা কি?
ধূলো উড়ছে না তো কোথাও৷
তবে? কোন বিষে জ্বলে গেছে হৃদয়?
অলিন্দ ভরছে কেন ঘৃণায়?
বিশ্লেষন করো৷ যন্ত্রণাকে৷ 
উঠে এসো, বেঁচে দেখ৷ আমি হাত বাড়িয়েছি৷

বারে বারে, অন্ধকারে 
পথ হারিয়েছে ভূমি৷ হয়তো আবার 
একটা ভুল পথ৷ ভুল সিদ্ধান্ত৷ 
চোখ খুলে দেখ, মজবুত কর শিরদাঁড়া৷
দিশাহীন নিরাশাই ডাকে মরুভূমি৷

ওরা কে?
স্বার্থের তাড়নায়, ক্ষমতার লালসায়
বিভ্রান্তির আলোতে দেখায় স্বপ্ন৷
বেছেছিলে যাকে, কতখানি বুঝেছ?
নির্বোধের জোয়ার ঠেলে সত্যকে খুঁজেছ?
ভেবে দেখ, পড়ে দেখ ইতিহাস৷
জিতেছে তারাই যারা বিশ্লেষন করেছে৷
                    ✍ প্রভাত..🌠

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য