ত্রাণ
ডুব দিয়ে ফুলে ওঠে দেহ, জলে ভাসে হলদেটে শাড়ী,
রাত্রের বাঁধভাঙা বানে উড়ে গেছে জোনাকি বাহারি৷
জীবনের খড়কুটো কিছু নিশব্দের বালুকায়,
অসহায় ত্রাণের খাবার পৌছেছে ভুল ঠিকানায়৷
গুপ্তচরের কোন চিঠি গোপনে বন্দী যেন খামে,
বৃদ্ধ, শিশুর যত ক্ষিধে জমা রাজনীতির গুদামে৷
রাজনীতি কানকাটা জানি, চুরি করা বড়লোকি প্রথা,
বিবেকের গলা কেটে খুন, লাশঘরে পঁচে মানবতা৷
বুক ফাটা কান্নার সুরে চোখ করে আপনের খোঁজ,
তবুও তো ক্ষিধের আগুনে ভাল লাগে ত্রাণে খাওয়া ভোজ৷
মৃত্যুটা বাস্তব জানি, তারও চেয়ে বাস্তব ক্ষিধে,
লাশ খাওয়া শকুনেরা ডাকে জমা ধানক্ষেতের বালিতে৷
চোখ তুলে দেখি চারপাশে, বিবেকেই হায়নার বাস,
কত শিশু বৃথাই মরেছে, রাজনীতি জানে ইতিহাস৷
✍ প্রভাত...🌠
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..