লাল রঙের ব্যথা
বছর তখন দশ,
যেদিন প্রথম অনুভব করে লাল রঙের ব্যথা,
স্কুলের জামায় লাগা দাগ দেখে ভয় পেয়েছিল মেয়েটি৷
সেই থেকেই লাল রঙটা তার খুব চেনা৷
কালবৈশাখীর বিকেল,
কলেজ থেকে ফিরছিল মেয়েটি,
ভাবতে পারেনি আকাশের কালো ছায়া নামতে পারে তারও জীবনে৷
সেদিন সন্ধেবেলা ছ-জন মিলে একের পর এক যখন ধর্ষন করছিল,
লাল রঙটা সেদিনও দেখেছিল সে,
বিদ্যুতের আলোর ঝলকানিতে৷
লাল রঙটা তাই আজ তার খুব চেনা৷
বেশ কয়েক বছর পর,
সেই অতীতের যন্ত্রণা ভুলে
জীবনের পথে এগিয়ে চলল মেয়েটি,
এক সহৃদয়ের হাত ধরে৷
সেদিনও তার চোখ দুটো খোলাই ছিল,
(অ) মানুষটি যেদিন মাতাল হয়ে বাড়ি ফিরে
ঝগড়ার মাঝে নষ্টা বলে
ঢুকিয়ে দিল ভাঙা কাঁচের বোতল৷
সেদিন শেষ রঙটা দেখেছিল সে৷
সেই লাল রঙটাই ছিল তার জীবনে খুব চেনা৷
✍ প্রভাত...🌠
🤐
ReplyDelete