অবৈধ বিলাস

আপোষ বিহীন সম্পর্কেরা পঁচছে ড্রেনের জলে,
ভালবাসার আকাঙ্খা আজ মৃত্যুর কথা বলে৷
ভাবছে বসে একলা হৃদয়,
ভুল সময়ে ভুল পরিণয়,
প্রতি রাতে যেন অনুভূতিগুলো ধর্ষিত হয়ে চলে৷

সমাজ বাঁধন বন্দী করে ইচ্ছেপাখির ডানা,
বাসর রাতের আশঙ্কাতেই আর একটা দিন গোনা৷
অযাচিত হাতের ছোঁয়া,
কাপড় খুলে নগ্ন হওয়া,
বিবেক বলে শরীর দিয়ে হৃদয় বাঁধবো না৷

আমার মতই কেউ কি বাঁচে মনের বিপরীতে?
যাচ্ছি আমি ভিড়ের মাঝে তাকেই খুঁজে নিতে৷
সমাজ ভুলে সঙ্গ দেব,
ভালবাসার গন্ধ নেব,
আদর দিয়ে জড়িয়ে নেব মনের পরিধীতে৷

অবৈধতার গোপন আগুন জ্বলে উঠুক আরও,
অন্ধকারে পূর্ণতা পাক গোপন অভিসারও৷
সুখে থাক প্রিয়জন,
বেঁচে থাক আমরণ
অলিখিত সেই সম্পর্কের বন্য আবদারও৷
                      ✍ প্রভাত...🌠

Comments

Post a Comment

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত