কাশ্মীর
বুদ্ধিগুলো বুদ্ধিজীবির ঠিক দিয়েছে মুচলেকা,
স্বর্গে বড়ই কোন্দল, তাই তীর্থভ্রমণ এড়িয়ে যা৷
দেখতে গেলেই ঈশ্বর, তোর মৃত্যু হবে রাস্তাতে,
কফিন ভরা নিথর দেহ ফিরবে বাড়ি বস্তাতে৷
অমরনাথে বড়ই বাধা, মানুষ যাওয়া চলবে না,
একবার হজ বন্ধ করো, রাজ গদিতে থাকবে না৷
রাজগদিটা টিকবে ধর্মে বিভেদ আছে যদ্দিন,
স্বর্গে শিব বিতাড়িত, সেথা বিরাজেন আলিমুদ্দিন৷
মানুষজনের ভীড়েও ওরা সুযোগ পায় কোত্থেকে?
খুঁজে দেখ নিজের ঘরেই লুকিয়ে ওদের রাখছে কে?
মিডিয়া বলে কাশ্মীরী নাকি দেশের সাথে, ধর্মে না,
দুমুখো এই আস্তিনকে কয়েক দশকে খুব চেনা৷
কোন কিতাবে বলছে তাদের মারলে মানুষ হাজার "হুঁর"?
দাড়ির ভেতর সন্ত্রাস ঢেকে গলায় দেশদ্রোহির সুর৷
পুষছে যে দেশ হিংসা বিবাদ, বিধর্মীদের পড়ছে লাশ,
বিশ্ববাসী জ্বালবে চিতা, হবেই তোমার সর্বনাশ॥
✍ প্রভাত...🌠
লেখা আজ আগুনের ফুলকি!
ReplyDeleteঅনেক শুভেচ্ছা রইল।
অনেক ধন্যবাদ কবি...
Deleteতোমার কলমে স্পষ্ট বিদ্রোহ দেখতে পাচ্ছি।
ReplyDeleteনব যুগের নব বিদ্রোহী কবি। অসাধারণ।