কাশ্মীর

বুদ্ধিগুলো বুদ্ধিজীবির ঠিক দিয়েছে মুচলেকা,
স্বর্গে বড়ই কোন্দল, তাই তীর্থভ্রমণ এড়িয়ে যা৷
দেখতে গেলেই ঈশ্বর, তোর মৃত্যু হবে রাস্তাতে,
কফিন ভরা নিথর দেহ ফিরবে বাড়ি বস্তাতে৷

অমরনাথে বড়ই বাধা, মানুষ যাওয়া চলবে না,
একবার হজ বন্ধ করো, রাজ গদিতে থাকবে না৷
রাজগদিটা টিকবে ধর্মে বিভেদ আছে যদ্দিন,
স্বর্গে শিব বিতাড়িত, সেথা বিরাজেন আলিমুদ্দিন৷

মানুষজনের ভীড়েও ওরা সুযোগ পায় কোত্থেকে?
খুঁজে দেখ নিজের ঘরেই লুকিয়ে ওদের রাখছে কে?
মিডিয়া বলে কাশ্মীরী নাকি দেশের সাথে, ধর্মে না,
দুমুখো এই আস্তিনকে কয়েক দশকে খুব চেনা৷

কোন কিতাবে বলছে তাদের মারলে মানুষ হাজার "হুঁর"?
দাড়ির ভেতর সন্ত্রাস ঢেকে গলায় দেশদ্রোহির সুর৷

পুষছে যে দেশ হিংসা বিবাদ, বিধর্মীদের পড়ছে লাশ,
বিশ্ববাসী জ্বালবে চিতা, হবেই তোমার সর্বনাশ॥
                            ✍ প্রভাত...🌠

Comments

  1. লেখা আজ আগুনের ফুলকি!
    অনেক শুভেচ্ছা রইল।

    ReplyDelete
    Replies
    1. অনেক ধন্যবাদ কবি...

      Delete
  2. তোমার কলমে স্পষ্ট বিদ্রোহ দেখতে পাচ্ছি।
    নব যুগের নব বিদ্রোহী কবি। অসাধারণ।

    ReplyDelete

Post a Comment

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত