বৃষ্টিবিলাস

একলা ছাদের দাওয়ায় বসে ভিজছে শালিক মন,
বৃষ্টি তুমি অঝোর ধারায় ঝরবে কতক্ষণ?
ঘরের ভিতর মনখারাপে
পুড়ছে হৃদয় স্মৃতির তাপে,
বলনা শালিক কোথায় আছে মনের আপনজন?

ঐ যে দেখ বস্তিগুলো ভাসছে তোমার জলে,
কাকভেজা ঐ মানুষগুলো ক্ষিধের কথা বলে৷
টালির ঘরে দুধের শিশু,
কাঁদছে ভবিষ্যতের যিশু৷
পতিতার বেশে মেরি সমাজের যৌনতা বয়ে চলে৷

দামোদরের হড়কা বানে গৃহহারা গ্রামবাসী,
বলছে কি কেউ দু-এক টুকরো খাবার দিয়ে আসি?
হাজার ফ্ল্যাটে মদিরা আসর,
সাজছে অবৈবাহিক বাসর,
বলনা বৃষ্টি কি করে বলি তোমায় ভালবাসি?

মাছধরা সেই মানুষগুলো মাঝ সাগরে মরে,
তোমার মতই হাজার মায়ের কান্না ঝরে পড়ে৷
ঢেউ বয়ে আনে কত লাশ,
ভালবাসা তবু অবিনাশ৷
প্রেমিকার মন, চাষির লাঙল, বৃষ্টিবিলাস গড়ে৷
                         ✍ প্রভাত...🌠

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য