ফিরে চাওয়া

অনুভূতির নির্দেশ মেনে থমকে যদি যায় সময়,
বন্ধ চোখে করব আদর তোমায় আমার কল্পনায়৷

নিম্নচাপের বৃষ্টিতে ফের ভিজব ছাদে দুইজনায়,
আদর করে জড়িয়ে ধরে গভীর চুমু এক কোণায়৷

বন্ধ ঘরে তোমার আদর ঝিরঝিরি ওই বর্ষাতে,
তোমার বুকের হুক খুলে ফের গন্ধ নেব মাঝরাতে৷

ছড়িয়ে দিও প্রেমের সুবাস আমার প্রতি নিঃস্বাসে,
একমুঠো প্রেম জমিয়ে রাখি পরজন্মের বিশ্বাসে৷

কবিতা পড়ে ভেবোনা আবার প্রেম করছি আমি,
বেদনায় ভরা মুহূর্তেরা প্রেমের চেয়েও দামি৷

আনন্দ আজ তোমায় খোজে গ্রাউন্ডফ্লোরে বসে,
শব্দগুলো তোমায় লেখে কবিতায় ভালবেসে৷

লিখছি কেন তোমায় ভেবে? কলম তা কি ঠিক জানে?
তোমার ছবি হৃদয় দেখে মুচকি হাসে আনমনে৷

অনুভূতির শব্দ দিয়ে কলম তোমায় লিখছে আজ,
আনন্দ আজ গীটার বাজায়, যখন তুমি খোশমেজাজ৷

ভালবাসার অগ্নিশিখায় ফিরে এসো প্রতিবারে,
পরজন্মে দ্যুতি হয়ে কোন গভীর অন্ধকারে॥
                         ✍ প্রভাত...🌠

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য