বিদায়

জ্বলছে আমার চোখের পাতা, পুড়ছে তোমার স্মৃতি,
লক্ষ ভীড়ের অন্ধকারে সামলে রেখো দ্যুতি৷

সত্যি বলছি, হবেই দেখা, আসবো আবার কাছে,
এই আশাতেই ভরসা রেখে প্রেমিক হৃদয় বাঁচে৷

ভরসা রেখো, চোখটা যেন আর না ভেজে জলে,
মনে রেখো কেউ মরণ দেখে তোমার গালের টোলে৷

সত্যিই তো, কাকেই বা আর দেখতে যাব ফ্লোরে?
তোমার ছবি স্টিচ করেছি আমার মনের ঘরে৷

সেকেন্ড গুলো আস্তে আস্তে পার করে শনিবার,
এবার মানো তোমারো জীবনে ভালবাসা দরকার৷

ঠিক কোনদিন যাঁচাই কোরো একটা মেসেজ করে,
এক ডাকেতেই পৌছে যাব জুহু বিচের ধারে৷

ফের একবার জ্বালিয়ে দিলাম আমার প্রেমের ধূপটা,
তোমার চোখের জল দেখে আজ উঠছে ফেটে বুকটা৷
                          ✍ প্রভাত...🌠

Comments

Post a Comment

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য