স্বপ্ন

লাটাই থেকে ছিঁড়ে যাওয়া ঘুড়ির মত,
চাইছে জীবন হাওয়ায় ভেসে উড়তে থাকি৷
ছিন্ন করে সম্পর্কের বাঁধন যত
মেঘের ওপর মনের রঙে ছবি আঁকি॥

সেই ছবিতে তোমার মুখের হাসির ছটা,
তোমায় ছোঁয়ার ইচ্ছেটাকে জাগিয়ে তোলে৷
চোখ বলছে ঝরুক না জল কয়েক ফোঁটা,
মৃত্যু বলে আসবে শুধুই তোমার কোলে॥

ভরসা দিয়ে জীবনটাকে থামিয়ে রাখি,
চলছে গাড়ি, পৌছে যাব ঠিক কোনদিন৷
ইচ্ছে হলেই বন্ধ চোখে আদর মাখি,
জীবনটা কী কয়েক হাজার স্বপ্ন বিহীন?
                ✍ প্রভাত...🌠

Comments

Post a Comment

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য