Posts

Showing posts from December, 2016

ক্ষুধা

Image
    ক্ষুধা  ******** ক্ষুধায় করায় চৌর্যবৃত্তি, সহস্র কুকর্ম, ক্ষুধাই সকল জীবজগতের একমাত্র ধর্ম৷ ক্ষুধায় করায় রাহাজানি ক্ষুধায় করায় চুরি, প্ররোচিত মানুষ বলে মিথ্যা ভুরিভুরি৷ ক্ষুধার জ্বালায় পৃথিবীতে মরছে হাজার শিশু, সৃষ্টি করে ক্ষুধাই হাজার সন্ত্রাসবাদী পশু৷ ক্ষুধায় হাজার শিশু হাতে নিচ্ছে তুলে অস্ত্র, ক্ষুধার জ্বালায় হাজার নারী স্বেচ্ছায় বিবস্ত্র৷ মানব ধর্ম ত্যাগিয়া মানুষ করিতেছে দুষ্কর্ম, বলনা সমাজ ক্ষুধার চেয়ে কি বা বড় ধর্ম ? ক্ষুধায় বাড়ায় বঙ্গবাসীর ছিয়াত্তরের ভয়, জয় করবে ক্ষুধা যেদিন, করবে বিশ্বজয়৷ অন্নের চেয়ে কে বা বড় আছেন ভগবান, ধর্মের নামে তবুও সমাজ করছে রক্তস্নান৷                     —প্রভাত...

বেশ্যা

Image
বেশ্যা ****** পদ্মা পারের মাইয়া আমি নাইকো ঘরে সুখ, ঝি খাটি তাই বাড়ি বাড়ি কাটাইতে মোর দুখ৷ অকর্মা মোর মাতাল মরদ ঘরে খাবার নাই, মাঝরাত্তিরে ঢুইকা ঘরে গতর ছিইড়া খায়৷ একদিন সে বললে ডেকে কাম পাইসে ঢাকা থেকে৷ চইলা গেলাম মুখের কথায়, বেচলে মোরে বেশ্যা কোঠায়৷ সেই থেইকা কুকুর গুলা, এই দেহতেই মেটায় জ্বালা৷ কেমন তোদের সমাজ বাবু, কেমন তোদের শিক্ষা, চরিত্র তোর নষ্ট হলেও আমরা দিই পরীক্ষা৷ নাক সিটকাস বেশ্যা বলে, রাতেই আবার ডাকিস কোলে৷ দিনের বেলা নষ্টা বলিস, দিন ফুরাতেই কাপড় তুলিস৷ ক্ষিধের জ্বালায় কাম চাইছি পাইছি দহন জ্বালা, দেহের জ্বালায় করলি তোরা আমায় ফালাফালা, কেমনে তোরা বুঝবি বাবু এই বেশ্যার জ্বালা৷                       —প্রভাত...

বর্তমানের যিশু

Image
বর্তমানের যিশু ************** কম্ব জেহাদের দোহাইয়ে  যারা গড়ছে মানব বোমা, বর্তমানের যিশু কি তাদের পারবে করতে ক্ষমা ? ক্ষুধার্থ সব শিশুর হাতে তুলছে মারন অস্ত্র , পথের ধারে সহস্র মেরি আজ ধর্ষিত, বিবস্ত্র৷ আস্তাকুড়ে খাবার আশায় ঘুরছে শত শিশু,  বড়দিনেও উৎসবে তাই কষ্টে আছেন যিশু৷ শিক্ষা তাদের দূর অস্ত, যিশুরা আজ বিষাদগ্রস্থ৷ ক্ষিধেয় তাদের জ্বলছে উদর, শীতেও গায়ে নেইকো চাদর৷ যেদিন শিশুর থাকবে অন্ন, মিলবে যেদিন শিক্ষা, বর্তমানের যিশুর সেদিন শেষ হবে প্রতিক্ষা৷                          — প্রভাত...

মা

Image
মা **** মাগো একটু আদর দাও, আমায় একটি  হামি খাও৷ ছোট্টো বেলায় আমায় ছেড়ে কোথায় চলে যাও৷ আমি করবোনা আর ভুল, আর খুলবোনা তোর চুল, এবার পেছন ফিরে চাও, মাগো একটু আদর দাও৷ মাগো কি দোষ আমার বল ? আমার আঁখি যে ছলছল৷ স্নেহের সোহাগে বঞ্চিত আমার কি অপরাধ বল ? মাগো কি দোষ আমার বল ? কোলে নিয়ে আবার চোখের  জল মুছিয়ে দাও, ক্ষিধের জ্বালায় জ্বলছে উদর অন্ন তুলে দাও৷ মাগো একটু আদর দাও৷ আমিও যেদিন বড় হব, দেশের হয়ে নাম কামাব৷ সেদিন যদি আসিস ফিরে দেখতে পাবি অদূর নীড়ে, বাগিচার ওই গাছের তলায় ভোর অথবা সন্ধ্যা বেলায়; বুকে রেখে তোর ছবিটা, লিখব মাগো তোর কবিতা৷                          —প্রভাত...

প্রিয়া

Image
প্রিয়া ***** তোমার ঝিনচ্যাক ওই Look, দেখে ফাটছে আমার বুক৷ তোমার চশমা ঢাকা চোখ, মন চাইছে আমার হোক৷ তোমার ম্যানিকিওর নখ, দেখে হচ্ছে পাগল লোক৷ ওগো জিন্স টপ পরা মেয়ে, কেন দেখছ অমন চেয়ে ? প্রেম জ্বলছে আমার চক্ষে, প্রিয়া এসো গো মোর বক্ষে৷                        —প্রভাত...

স্বপ্নময়ী মেঘবালিকা

Image
স্বপ্নময়ী মেঘবালিকা ************** মাত্রি-স্নেহের সোহাগ হতে রয়েছি বঞ্চিত, ভাগ্যতটের নিঠুর মায়ায় স্বপ্নেরা পরাজিত৷ নিঃস্স্ব নিথর অনুভূতির বিষাক্ত নিঃশ্বাস, পুড়ছে কোমল হৃদয় যেন এক জ্জ্বলন্ত লাশ৷ স্বপ্নতরী দুলছে হাওয়ায় নিরুদ্দিষ্ট কূল, জিগাই তোরে বলনা প্রভু কি ছিল মোর ভুল৷ ভাবছি কেমন জীবনটা আজ সত্তি ছন্নছাড়া, জীর্ণ সিক্ত হৃদয় মাঝে অঝোর অশ্রুধারা৷ স্বপ্নসাথী মায়াবিনি হৃদয় ছোঁয়া নারী, প্রবেশিলে জীবন মাঝে মুছলে অশ্রুবারী৷ মা, বোন, স্ত্রী সকল নারী খুঁজছি তোমার মাঝে, সাজাই তোমায় ভালোবাসার স্বপ্ন রঙিন সাজে৷ মাত্রিস্নেহ সম যতন, রাগ অভিমান হোক পুরাতন৷ বাদলা দিনের এক প্রেমিকা, গাইবে বেহাগ মেঘবালিকা৷ প্রেম সোহাগের খুনসুটি  যেন আপন সহোদরা, বিরহের সমাপ্তি টানে প্রেমের জীবনধারা৷ আশাভঙ্গের অভিমানে তোমার নিরবতা, চরম ক্রোধের বক্তা হলে থাকব নীরব শ্রোতা৷ রাখবো মাথা তোমার কোলে ইচ্ছে শিশু সাজি, শিশু, স্বামি, পিতার আমি অঙ্গীকারে রাজি৷                      —প্রভাত....

মায়াবিনি

Image
মায়াবিনি ********* মায়াবি তোমার ওই কালো টানা চোখে, সপ্নেরা আশা পায় ঝড় ওঠে বুকে৷ তোমার ওই লাল ঠোঁট কেন এত টানে, এসো গো হৃদয়ে মোর সুর দাও প্রানে৷ হৃদয় হরেছ মোর ওগো মায়াবিনি, জীবন অরন্যে তুমি স্বর্ণ হরিণী৷ প্রভাত কিরন সম উজ্জ্বল হাসি, স্বপনে ও জাগরনে তোহে ভালোবাসি৷                  — প্রভাত..

বোরখা — ঘোমটা — শাড়ি

Image
বোরখা — ঘোমটা — শাড়ি *********************** সেদিন বাসে সখির সাথে বোরখা পরা মেয়ে, বিস্ময়ে সে দেখছে কেমন বাহির পানে চেয়ে৷ কূ দৃষ্টিতেও নির্দোষ পুরুষ দোষি আজ তুই নারী, স্থির করে তোর বসন সমাজ বোরখা - ঘোমটা - শাড়ি৷ যায়না পারা চিনতে তোমায় বাড়ির কাছাকাছি, বাইরে তোমার হৃদয় বলে বোরখা খুলে নাচি৷ হয়না জ্ঞাপন সম্মান শুধু ঘোমটা পরা সাজে, কর্মে বাড়ে ব্যক্তিত্ত্ব কাজ নেই তোর লাজে৷ অনিচ্ছাতেও সেই মেয়েটি বোরখা যখন পরে, অস্ফুটে তার হৃদয় হতে অশ্রু বারি ঝরে৷ বলনা এ সমাজে মেয়ের শিক্ষার কি হার, প্রথার নামে নারীর প্রতি অসীম অত্যাচার৷ রাম আল্লার ধর্ম ছেড়ে মানবিকতা ধর, প্রেম প্রীতি আর ভালোবাসায় সমাজে বাস কর৷ জাগ্রত হও নারী জাতি কন্ঠ ছাড় জোরে, অমানবিক প্রথা ত্যাগো হস্তে কলম ধরে৷                    — প্রভাত...

বিসর্জন

Image
বিসর্জন ******** মন মাঝারে বসত করে রেখে ছিলেম যারে, লুঠ করেছে হৃদয় আমার ওই তিস্তার পারে৷ তিনটি বছর অতীত তবু নির্বোধ এ মন, বোঝেনি সে হওনি কভু মনের আপনজন৷ অদৃষ্টের খেলা, নাকি গোপন ছলনা, এক নিমেষে পর হলে আজ হৃদয় ললনা৷ নতুন সাথি, নতুন জীবন কাটিও হাসিমুখে, হৃদয় আমার শান্তি খোঁজে তোমার অসীম সুখে৷ থাকুক ঘিরে তোমায় নিয়ে নতুন আপনজন, হৃদয় নদীর বক্ষে দিলাম তোমায় বিসর্জন৷                    — প্রভাত..

ধর্ষিতা

Image
ধর্ষিতা ******** আঁধার রাতের ভোগ্যা সে যে এক ষোড়শি মেয়ে, ভোর রাতে যার মৃত শরীর দেখছে তোমায় চেয়ে৷ দোষ ছিল তার একলা পথে Tuition এ তে যাওয়া, একলা নারী ভোগ্যা ভেবে করলে পিছু ধাওয়া৷ তোমার গৃহের পোষ্য কুকুর রাত্রে বাঁধন ছাড়া, একলা নারী দেখলে পথে যৌনতা দেয় তাড়া৷ আজও তুমি অন্ধ বধির স্বার্থপরের সমাজ, পুঁজিপতির পদতলে থাকাই তোমার রেওয়াজ৷ বেটি পড়াও বেটি বাঁচাও ডাকল অভিশাপ, লজ্জায় ঘরে লুকিয়ে দেখ কাঁদছে মেয়ের বাপ৷ সমাজে আজ ধর্ষনকারী বহাল তবিয়তে, ঘৃন্য হয়ে ষোড়শী আজ জ্বলছে চিতাতে৷ বিবেকহীন মানব সমাজে অচ্ছুত তার চিতা, অনন্য এক পরিচয়ে সে রাস্তার ধর্ষিতা৷                          — প্রভাত...

ভালোবাসা না যৌনতা

Image
ভালোবাসা না যৌনতা ******************** রাত্রি যাপন ব্যবস্থা আজ লাচেনের Hotel এ, নিশীথ যাপন পূর্ণ হবে Rum এর Bottle এ৷ Driver দা খুবই ভালো মানুষ সহজ সরল, তবুও যেন হৃদয় মাঝে অমানুষিক গরল৷ Hotel ঢুকেই প্রথম দৃষ্টি প্রীতি নামের মেয়ে, স্বাগত জানায় হাঁসি মুখে এক দৃষ্টে চেয়ে৷ Driver দা বললে ডেকে চোখের ইশারায়, চাইলে প্রীতি আসবে রাতে আমার বিছানায়৷ যদিও আমায় ভালোবাসে, মনটা সাদা পাতা; কামনার ঝর্ণা ধারায় মেটাও যৌনতা৷ Balcony তে দাড়িয়ে ছিলাম আকাশ পানে চেয়ে, ইশারাতে ডাকছে দেখি সে সুন্দরী মেয়ে৷ ঘৃনার অনল করছে দহন হৃদয় হীনা নারী, প্রেম কি তোমার শুধুই শরীর এমনি ব্যভিচারি ? সম্পর্কের নেই কোন দাম এমনি হৃদয় হীনা, যতই ভাবি, চলছে বেড়ে তোমার প্রতি ঘৃনা৷ ভালোবাসার বর্ণনাতে আমার এ ব্যর্থতা, এই কি তোমার ভালোবাসা নাকি শুধুই যৌনতা ?                        — প্রভাত..