বিসর্জন
বিসর্জন
********
মন মাঝারে বসত করে
রেখে ছিলেম যারে,
লুঠ করেছে হৃদয় আমার
ওই তিস্তার পারে৷
তিনটি বছর অতীত তবু
নির্বোধ এ মন,
বোঝেনি সে হওনি কভু
মনের আপনজন৷
অদৃষ্টের খেলা, নাকি
গোপন ছলনা,
এক নিমেষে পর হলে আজ
হৃদয় ললনা৷
নতুন সাথি, নতুন জীবন
কাটিও হাসিমুখে,
হৃদয় আমার শান্তি খোঁজে
তোমার অসীম সুখে৷
থাকুক ঘিরে তোমায় নিয়ে
নতুন আপনজন,
হৃদয় নদীর বক্ষে দিলাম
তোমায় বিসর্জন৷
— প্রভাত..
Good
ReplyDeleteThank u di..
DeleteY 3 yrs
ReplyDeleteY 3 yrs
ReplyDeleteThis is written based on life of a person.
ReplyDelete