বিসর্জন

বিসর্জন
********

মন মাঝারে বসত করে
রেখে ছিলেম যারে,
লুঠ করেছে হৃদয় আমার
ওই তিস্তার পারে৷

তিনটি বছর অতীত তবু
নির্বোধ এ মন,
বোঝেনি সে হওনি কভু
মনের আপনজন৷

অদৃষ্টের খেলা, নাকি
গোপন ছলনা,
এক নিমেষে পর হলে আজ
হৃদয় ললনা৷

নতুন সাথি, নতুন জীবন
কাটিও হাসিমুখে,
হৃদয় আমার শান্তি খোঁজে
তোমার অসীম সুখে৷

থাকুক ঘিরে তোমায় নিয়ে
নতুন আপনজন,
হৃদয় নদীর বক্ষে দিলাম
তোমায় বিসর্জন৷

                   — প্রভাত..

Comments

Post a Comment

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য