স্বপ্নময়ী মেঘবালিকা

স্বপ্নময়ী মেঘবালিকা
**************

মাত্রি-স্নেহের সোহাগ হতে
রয়েছি বঞ্চিত,
ভাগ্যতটের নিঠুর মায়ায়
স্বপ্নেরা পরাজিত৷

নিঃস্স্ব নিথর অনুভূতির
বিষাক্ত নিঃশ্বাস,
পুড়ছে কোমল হৃদয় যেন
এক জ্জ্বলন্ত লাশ৷

স্বপ্নতরী দুলছে হাওয়ায়
নিরুদ্দিষ্ট কূল,
জিগাই তোরে বলনা প্রভু
কি ছিল মোর ভুল৷

ভাবছি কেমন জীবনটা আজ
সত্তি ছন্নছাড়া,
জীর্ণ সিক্ত হৃদয় মাঝে
অঝোর অশ্রুধারা৷

স্বপ্নসাথী মায়াবিনি
হৃদয় ছোঁয়া নারী,
প্রবেশিলে জীবন মাঝে
মুছলে অশ্রুবারী৷

মা, বোন, স্ত্রী সকল নারী
খুঁজছি তোমার মাঝে,
সাজাই তোমায় ভালোবাসার
স্বপ্ন রঙিন সাজে৷

মাত্রিস্নেহ সম যতন,
রাগ অভিমান হোক পুরাতন৷
বাদলা দিনের এক প্রেমিকা,
গাইবে বেহাগ মেঘবালিকা৷

প্রেম সোহাগের খুনসুটি 
যেন আপন সহোদরা,
বিরহের সমাপ্তি টানে
প্রেমের জীবনধারা৷

আশাভঙ্গের অভিমানে
তোমার নিরবতা,
চরম ক্রোধের বক্তা হলে
থাকব নীরব শ্রোতা৷

রাখবো মাথা তোমার কোলে
ইচ্ছে শিশু সাজি,
শিশু, স্বামি, পিতার আমি
অঙ্গীকারে রাজি৷

                     —প্রভাত....

Comments

  1. অসাধারণ... পুরুষ মানুষের জীবনের সত্য টা যেন কত সহজেই বুঝতে পারা যাচ্ছে লেখাটি-তে। ধন্য তুমি ধন্য।

    ReplyDelete
  2. অশেষ ধন্যবাদ ভাই...

    ReplyDelete
  3. Hmm.. Its one of my deep feeling.. Just tried to write down as a poem...

    ReplyDelete

Post a Comment

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য