বোরখা — ঘোমটা — শাড়ি

বোরখা — ঘোমটা — শাড়ি
***********************
সেদিন বাসে সখির সাথে
বোরখা পরা মেয়ে,
বিস্ময়ে সে দেখছে কেমন
বাহির পানে চেয়ে৷

কূ দৃষ্টিতেও নির্দোষ পুরুষ
দোষি আজ তুই নারী,
স্থির করে তোর বসন সমাজ
বোরখা - ঘোমটা - শাড়ি৷

যায়না পারা চিনতে তোমায়
বাড়ির কাছাকাছি,
বাইরে তোমার হৃদয় বলে
বোরখা খুলে নাচি৷

হয়না জ্ঞাপন সম্মান শুধু
ঘোমটা পরা সাজে,
কর্মে বাড়ে ব্যক্তিত্ত্ব
কাজ নেই তোর লাজে৷

অনিচ্ছাতেও সেই মেয়েটি
বোরখা যখন পরে,
অস্ফুটে তার হৃদয় হতে
অশ্রু বারি ঝরে৷

বলনা এ সমাজে মেয়ের
শিক্ষার কি হার,
প্রথার নামে নারীর প্রতি
অসীম অত্যাচার৷

রাম আল্লার ধর্ম ছেড়ে
মানবিকতা ধর,
প্রেম প্রীতি আর ভালোবাসায়
সমাজে বাস কর৷

জাগ্রত হও নারী জাতি
কন্ঠ ছাড় জোরে,
অমানবিক প্রথা ত্যাগো
হস্তে কলম ধরে৷
                   — প্রভাত...

Comments

  1. Amazing.. exceptional. But u may want to correct the spelling সাড়ি to শাড়ি

    ReplyDelete

Post a Comment

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য