প্রিয়া
প্রিয়া
*****
তোমার ঝিনচ্যাক ওই Look,
দেখে ফাটছে আমার বুক৷
তোমার চশমা ঢাকা চোখ,
মন চাইছে আমার হোক৷
তোমার ম্যানিকিওর নখ,
দেখে হচ্ছে পাগল লোক৷
ওগো জিন্স টপ পরা মেয়ে,
কেন দেখছ অমন চেয়ে ?
প্রেম জ্বলছে আমার চক্ষে,
প্রিয়া এসো গো মোর বক্ষে৷
—প্রভাত...
Hahaha very entertaining
ReplyDeleteThank u..:)
ReplyDelete