ধর্ষিতা

ধর্ষিতা
********

আঁধার রাতের ভোগ্যা সে যে
এক ষোড়শি মেয়ে,
ভোর রাতে যার মৃত শরীর
দেখছে তোমায় চেয়ে৷

দোষ ছিল তার একলা পথে
Tuition এ তে যাওয়া,
একলা নারী ভোগ্যা ভেবে
করলে পিছু ধাওয়া৷

তোমার গৃহের পোষ্য কুকুর
রাত্রে বাঁধন ছাড়া,
একলা নারী দেখলে পথে
যৌনতা দেয় তাড়া৷

আজও তুমি অন্ধ বধির
স্বার্থপরের সমাজ,
পুঁজিপতির পদতলে
থাকাই তোমার রেওয়াজ৷

বেটি পড়াও বেটি বাঁচাও
ডাকল অভিশাপ,
লজ্জায় ঘরে লুকিয়ে দেখ
কাঁদছে মেয়ের বাপ৷

সমাজে আজ ধর্ষনকারী
বহাল তবিয়তে,
ঘৃন্য হয়ে ষোড়শী আজ
জ্বলছে চিতাতে৷

বিবেকহীন মানব সমাজে
অচ্ছুত তার চিতা,
অনন্য এক পরিচয়ে সে
রাস্তার ধর্ষিতা৷

                         — প্রভাত...

Comments

Post a Comment

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত