বর্তমানের যিশু

বর্তমানের যিশু
**************

কম্ব জেহাদের দোহাইয়ে 
যারা গড়ছে মানব বোমা,
বর্তমানের যিশু কি তাদের
পারবে করতে ক্ষমা ?

ক্ষুধার্থ সব শিশুর হাতে
তুলছে মারন অস্ত্র ,
পথের ধারে সহস্র মেরি
আজ ধর্ষিত, বিবস্ত্র৷

আস্তাকুড়ে খাবার আশায়
ঘুরছে শত শিশু, 
বড়দিনেও উৎসবে তাই
কষ্টে আছেন যিশু৷

শিক্ষা তাদের দূর অস্ত,
যিশুরা আজ বিষাদগ্রস্থ৷
ক্ষিধেয় তাদের জ্বলছে উদর,
শীতেও গায়ে নেইকো চাদর৷

যেদিন শিশুর থাকবে অন্ন,
মিলবে যেদিন শিক্ষা,
বর্তমানের যিশুর সেদিন
শেষ হবে প্রতিক্ষা৷

                         — প্রভাত...

Comments

  1. This is somewhat like a new form of sonnet.. except that its more than 14 lines.. and i knows there are multiple types of sonnets including the modern adaptations.. but i cant resemble this with one.. so i think its a new rhyme patter of urs.. i can see a different rhyme in the 4th paragraph..

    ReplyDelete
  2. Ektu nijer moto Kore lekhar chesta korchi.. Thank u Mandy for ur sharp notice on my writing..

    ReplyDelete
  3. Good one... keep writing...

    ReplyDelete

Post a Comment

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত