ক্ষুধা

    ক্ষুধা
 ********

ক্ষুধায় করায় চৌর্যবৃত্তি,
সহস্র কুকর্ম,
ক্ষুধাই সকল জীবজগতের
একমাত্র ধর্ম৷

ক্ষুধায় করায় রাহাজানি
ক্ষুধায় করায় চুরি,
প্ররোচিত মানুষ বলে
মিথ্যা ভুরিভুরি৷

ক্ষুধার জ্বালায় পৃথিবীতে
মরছে হাজার শিশু,
সৃষ্টি করে ক্ষুধাই হাজার
সন্ত্রাসবাদী পশু৷

ক্ষুধায় হাজার শিশু হাতে
নিচ্ছে তুলে অস্ত্র,
ক্ষুধার জ্বালায় হাজার নারী
স্বেচ্ছায় বিবস্ত্র৷

মানব ধর্ম ত্যাগিয়া মানুষ
করিতেছে দুষ্কর্ম,
বলনা সমাজ ক্ষুধার চেয়ে
কি বা বড় ধর্ম ?

ক্ষুধায় বাড়ায় বঙ্গবাসীর
ছিয়াত্তরের ভয়,
জয় করবে ক্ষুধা যেদিন,
করবে বিশ্বজয়৷

অন্নের চেয়ে কে বা বড়
আছেন ভগবান,
ধর্মের নামে তবুও সমাজ
করছে রক্তস্নান৷

                    —প্রভাত...

Comments


  1. তুমি যে এত উচ্চ চিন্তা ভাবনার সাথে কলম-এর ব্যবহার কর, তার আর-ও একটি প্রমান এই কবিতাটি। ধন্য তুমি।

    ReplyDelete
  2. The eternal truth since evolution of mankind

    ReplyDelete
  3. The eternal truth since evolution of mankind

    ReplyDelete

Post a Comment

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত