মায়াবিনি

মায়াবিনি
*********

মায়াবি তোমার ওই
কালো টানা চোখে,
সপ্নেরা আশা পায়
ঝড় ওঠে বুকে৷

তোমার ওই লাল ঠোঁট
কেন এত টানে,
এসো গো হৃদয়ে মোর
সুর দাও প্রানে৷

হৃদয় হরেছ মোর
ওগো মায়াবিনি,
জীবন অরন্যে তুমি
স্বর্ণ হরিণী৷

প্রভাত কিরন সম
উজ্জ্বল হাসি,
স্বপনে ও জাগরনে
তোহে ভালোবাসি৷

                 — প্রভাত..


Comments

Post a Comment

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য