Posts

Showing posts from July, 2018

নক্ষত্র ক্ষয়

কে খবর রাখে কবি না ভিখারি.. স্থাপন করেছে দেশ৷ কার লেখা দেয় কত দূর পাড়ি ফেসবুকি সমাবেশ৷ শব্দ পাহাড়ে উপমার খেলা রোদের ওপর নাম৷ স্বভাবি রাজার প্রাপ্তি ভেলায় অভুক্ত সম্মান৷ সে নক্ষত্র নামহীন জ্বলে অভাগার পরিবারে৷ খাট-বাড়ি-জমি জীর্ণতা ভুলে কলমের বেলা বাড়ে৷ বেনামি কাগজে কোন সংবাদে ধূলোবালি পরিচয়৷ দায়সারা কথা প্রলাপের খাদে পান্ডুলিপির ক্ষয়৷ বেলাশেষে মৃত নক্ষত্রেরা ঠিকানাও বদলায়৷ একা পড়ে থাকে নাটুকে মহড়া শতাব্দী নিভে যায়৷                      ✍ প্রভাত ঘোষ.⚡

উজাড় মৌনতা

শতাব্দীর শেষ, অপেক্ষার স্বাহা৷ সৌর ঝড়, প্রস্তুতি প্রবল৷ একপাশে ঘুমন্ত মেঘ৷ যুদ্ধের অনীহা৷ ছুঁয়ে দেখি বরফ পড়েছে৷  ভেজা ভেজা চাদরে শৈশব, কৈশোর মুছেছে৷ ধীর লয়ে অপেরার ধ্বনি                ওপারেও অজানা বাউল... আগে কেউ কোনোটা শোনেনি৷                    ভরা নদী, ভাঙনশঙ্কুল৷ বিনম্র        শিৎকার                 ঠোটে...  নিঃশ্বাসে বিশ্বাস ভরা উজাড় মৌনতা৷ খোলে পাতা, উপন্যাস, না বলা কবিতা৷                     ✍ প্রভাত ঘোষ.⚡

গলাধঃকরণ

অসম্মান গিলেছ কখনো?                           ঢোক দিয়ে গিলে নিতে হয়৷ হৃদয়ে লুকিয়ে রেখে বীজ বাকি টুকু গলাধঃকরণ৷          ক্ষিধের পাচনে সে উর্বর হলে              বীজ ফুঁড়ে উঠে আসা                 গাছটি সূর্যের বুকে                    লিখে ফেলে                         অন্তিম                         সংলাপ৷    অসম্মান গিলে নিতে হয়৷এটুকু সঞ্চয়৷                 ✍ প্রভাত ঘোষ.⚡

বাদুড়ের ঘর থেকে

ধীরে ধীরে নিভে আসা প্রেমনামা খুঁজেছি পাহাড়ে৷ পাথরের ফাঁকে বসে ঈশ্বর দেখেছে চুপিসাড়ে৷ খেলাঘর শেষ৷ টস-এ হারিয়েছি কয়েনের পিঠও৷ ঢাকা সাগরের জল চোখে ডুবে সে ই মেপে নিত৷ বই তাকে তুলে রাখা একখানি শেষের কবিতা... শ্রোতাহীন, গৃহকোণে গুমরে মরেছে চুপকথা৷ পিয়ানোর ছোঁয়া, ঘরে বাতাসে স্মৃতির সুর মৃদু৷ যেখানে মনের বাস, জানি না সে গুহা কত দূর৷ দু-ফোঁটা জলের শোক ভুলে যেতে ঘুরেছি বিদেশে৷ কে কত হারালো তার.. সময় হিসেব করে শেষে৷ গরিবের দূরবিন, নিষ্পলক পিয়াসী রেটিনা৷ বাদুড়ের বিষ ঘরে কালসর্প তুলে ধরে ফণা৷ দূর থেকে কানে ভাসে ফেলে আসা না বলা সংলাপ৷ জানালার রডে আজও রয়ে গেছে অপেক্ষার ছাপ৷                          ✍ প্রভাত ঘোষ.⚡

বিষোদ্গার

ঊর্ণাজালে লেপ্টে আছে দিন, বৃষ্টি হলেই উপড়ে আসে ছাল৷ টাকার কাছে হার মেনে যায় ঠিক... মরার আগেই বিষন্ন কঙ্কাল৷ লাল বাতিতে ভুলের এলার্ম কই? মাঝ বয়সে চাকার তলে ক্ষয়৷ আলমারিতে সাজিয়ে রাখা বই পেট চালাবে? প্রচন্ড সংশয়৷ মোদ্দা কথা মাথার ওপর দা কাটতে থাকুক মনের ভেতর ঘুণ৷ কেউ দেখেনা কষ্ট, বিষোদ্গার, ঘেন্না বুকে ঘুমোচ্ছে প্রত্যুষ৷ শ্রদ্ধা যেন হঠাৎ নিরুদ্দেশ অঙ্ক বলে কে ভালো কে ছার... রাজ জোটকে মীনের সাথে মেষ, ভাগ্যে চেপেই সপ্ত সাগর পার৷           ✍ প্রভাত ঘোষ.⚡

অন্ধ

মোহ ঘিরে প্রত্যাশা, লালসা৷                       অবুঝে না বোঝে ঠিক৷ মৃত রাজ্য দুর্বৃত্ত-পাশায়...                     ভবিষ্যত হারায় প্রদীপ৷ বন্ধ চোখ, অন্ধ৷ কার? শুনে ও দেখেও জগন্নাথ কঠিন পাহাড়৷ দুর্দান্ত শিক্ষার ধাঁচ সময়ের৷ দর্পনে দর্শন, আমৃত্যু প্রতিফলন৷ ওপারে আগামী... ছন্নছাড়া অতীত৷ ছারখার৷                        ✍ প্রভাত ঘোষ.⚡

আগমন

যে সুর গাঁথা মনের ভেতর, অন্ধকারের পরে... দাদরা তুলে বাজিয়ে দেখ প্রেমের অলঙ্কারে৷ ঠোঁট ছুঁয়ে কেউ নেমে এলে তানপুরা নামে লো স্কেলে৷ নাছনিয়া বুকে ঝংকার ওঠে বিষাদের শহরে৷                      ✍ প্রভাত ঘোষ.⚡

সম্পূরক

সম্পর্কের ঝড়৷ নিরাশায় ডুবতে ডুবতে গভীর প্রস্তরাঘাত৷ খোলা চোখে প্রতিটি মানুষ-ই বড় একা৷ ভাল লাগা - ভাল থাকা,  মাঝে এক তরঙ্গ দূরত্ব৷ মন তার পরিমাপ বোঝে৷ ফ্রিকুয়েন্সি যোগ হলে                             প্রেম বলি নির্বোধ আন্দাজে৷ ভালবাসা আদপে কী কিছু?                              চাহিদা সম্পূরকের খোঁজ৷ এডজাস্টমেন্ট ধরে মহাকাশ হাঁটাই সহজ৷                         ✍ প্রভাত ঘোষ.⚡

পূবালী

পূর্ব থেকে এসেছ পূবালী?                             সূর্যের উত্তাপ সাথে.. ভেতরে ঘুমিয়ে আছে খোকা৷ পড়ন্ত দুপুর৷ অলসতা৷ শঙ্খের আজান ধ্বনি শুনেছ কখনো? অবিরাম বাজে৷ চেনা পরিধীর উর্ধে তীক্ষ্ণ ধ্বনি৷ গাছ হয়ে দেখ, বুক জুড়ে অসীম বনানী৷                    ✍ প্রভাত ঘোষ.⚡

খুন

ভাগ্যের চাবুকে                      চামড়ার পিঠও শালা তক্তা৷ সঙ্গহীন গাধার মতই                      হেঁটে চলা রোজ থুতু ফেলে৷                            মুখ তুলে ঈশ্বরকে খিস্তি৷ তুমিও তো একগুয়ে ষাড়,                      কার ঘাড়ে দোষারোপ ঠেলি? দ্রোণাচার্য পারেনি শেখাতে৷ তফাৎ কোথায় আজ তুমি ও আমাতে? চেনোনি মদের রং,                 জল ভেবে করে গেলে ভুল৷ আসক্তি ও প্রেমে বহু ফারাক গো৷                                       বিপদ শঙ্কুল৷        হতেও পারতো জয় যুদ্ধের কারগিলে৷                    নিজেই টিপেছি গলা,                বাকি তুমি খুন করে দিলে৷                       ✍ প্রভাত ঘোষ.⚡

অগ্ন্যুৎপাত

পর্ণমোচী আঁকা পিঠে, বাসন্তি রঙের ফুল ঝরে৷ উল্টে পাল্টে দেখে দূর থেকে ফিরে আসা ঘরে৷ ছবির মতই কোন, মনের দেয়ালে তুলে রাখি৷ শ্রী ফোটা পর্ণশ্রী যেন প্রেমিকের ভাষ্কর্য প্রাচীন৷ দৃষ্টিতে রাত্রির গভীরতা....                              কে কবে মেপেছে বল সই? ফেসবুকে নির্বাক বন্ধুতা,                                   মহাকাশে বিস্তর সংশয়৷ হয়তো বহতা নদী৷ স্রোতস্বীনি, উপত্যকাহীন৷ কবিতায় লেখা কথা গোপন থাকাই সমীচিন৷ বকুলের ফুলে লেখা ভ্রমরের প্রেমিক সংলাপ৷ ধুয়ে যাক জোড়া নদী অগ্ন্যুৎপাতে ওঠা পাপ৷                       ✍ প্রভাত ঘোষ.⚡

ছন্দ ( লিমেরিক )

বিবাহ বাসর ঘরে নতুনের বন্দনায়... দু-কথা শোনার মাঝে প্রিয় এক শান্তি চায়৷ ওপারের স্তব্ধ বায়ু৷ নিরালায় সিক্ত স্নায়ু জীবনের উপন্যাসে কবিতার ছন্দ পায়৷                  ✍ প্রভাত ঘোষ.⚡

খাদ ( লিমেরিক )

বহু স্বপ্নই অভিশাপ হয় দিন বদলের সাথে৷ সুখি গৃহকোণে আগামীর বিষ, বিষাদের সন্ধ্যাতে৷ হৃদয়ে বৈরি অঙ্কের স্বাদ, প্রকৃতির বুকে কংক্রিট খাদ৷ নিজের দেহই ঠোকরাই রোজ শকুনের পায়ে পায়ে৷                       ✍ প্রভাত ঘোষ.⚡

রঞ্জিনী

সদ্য গড়া গ্রামের সমাধি দিয়েছি রঞ্জিনী, দু-পাতা কবিতা শুনবো বলে৷ দুর্বোধ্য লেখার কালি ফুরিয়ে এসেছে৷ লুকানো ডায়রি থেকে দু-পাতা পড়তো, শুনি৷ অক্ষয়ী সে নয়                 যার কথা ঘোরে লোক মুখে৷ অক্ষয়ী সে হয়                       যে বাঁচায় মনের অসুখে৷ তিরিশ বছর ধরে পুরান বিষ্ঠার স্তুপ  জমে আছে৷             কষ্ট হয়!                      কষ্ট হয়! কোষ্ঠকাঠিন্যের মত দীর্ঘ নিঃশ্বাস পড়েছে৷ জ্যোৎস্নার আলোয় ঘেরা নিস্তব্ধ বনানী৷ রঞ্জিনীকে বহুকাল ডাক নামে প্রেম বলে চিনি৷                      ✍ প্রভাত ঘোষ.⚡

বন্দিশ

সম্পর্কের ধ্রুবরেখা নেই৷ অল্প তৈলাক্তকরন অথবা আপোষে ভাসা, জলে জলে আমৃত্যু-বরণ৷ নিংড়ানো রসনা স্বাদ, শেষ পাতে ছিবড়েই কিছু.. পৃথিবী ছাড়িয়ে চলে যারা, গভীর অনুসন্ধিৎসু৷ বিষাক্ত ফার্ণের দেশে মাটির ফলনে খরা, বালি৷ সাময়িক সুখে আহ!                                 নেশাতুর সঙ্গম প্রণালী৷ ক্ষুর ক্ষয়ে ঘানির বলয়ে সংসার "বন্দিশে"... বেঁচে আছে বহু দেব-দেবী, নির্ঘুম প্যারালিসিসে৷ তবু কিছু ছোঁয়া বিঁধে রাখা, সজত্ন সেলাই৷ খুলে দেওয়া মোচড়ানো খাতার অর্গাজমে                                                       বৃষ্টির সানাই৷                      ✍ প্রভাত ঘোষ.⚡