রঞ্জিনী

সদ্য গড়া গ্রামের সমাধি দিয়েছি রঞ্জিনী,
দু-পাতা কবিতা শুনবো বলে৷
দুর্বোধ্য লেখার কালি ফুরিয়ে এসেছে৷
লুকানো ডায়রি থেকে দু-পাতা পড়তো, শুনি৷

অক্ষয়ী সে নয় 
               যার কথা ঘোরে লোক মুখে৷
অক্ষয়ী সে হয় 
                     যে বাঁচায় মনের অসুখে৷

তিরিশ বছর ধরে পুরান বিষ্ঠার স্তুপ 
জমে আছে৷
            কষ্ট হয়! 
                    কষ্ট হয়!
কোষ্ঠকাঠিন্যের মত দীর্ঘ নিঃশ্বাস পড়েছে৷

জ্যোৎস্নার আলোয় ঘেরা নিস্তব্ধ বনানী৷
রঞ্জিনীকে বহুকাল ডাক নামে প্রেম বলে চিনি৷
                     ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য