সম্পূরক

সম্পর্কের ঝড়৷
নিরাশায় ডুবতে ডুবতে গভীর প্রস্তরাঘাত৷

খোলা চোখে প্রতিটি মানুষ-ই বড় একা৷

ভাল লাগা - ভাল থাকা, 
মাঝে এক তরঙ্গ দূরত্ব৷ মন তার পরিমাপ বোঝে৷
ফ্রিকুয়েন্সি যোগ হলে 
                           প্রেম বলি নির্বোধ আন্দাজে৷

ভালবাসা আদপে কী কিছু?
                             চাহিদা সম্পূরকের খোঁজ৷
এডজাস্টমেন্ট ধরে মহাকাশ হাঁটাই সহজ৷
                        ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য